shono
Advertisement

৮ বছর ধরে মৃত মায়ের পেনশনের ২৪ লক্ষ টাকা তুলে দেদার ফূর্তি ‘গুণধর’ছেলের

বেহালা কাণ্ডের ছায়া এবার হুগলির চুঁচুড়ায়৷ The post ৮ বছর ধরে মৃত মায়ের পেনশনের ২৪ লক্ষ টাকা তুলে দেদার ফূর্তি ‘গুণধর’ ছেলের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:22 PM May 04, 2018Updated: 04:22 PM May 05, 2018

দিব্যেন্দু মজুমদার, হুগলি: বেহালা কাণ্ডের ছায়া এবার হুগলির চুঁচুড়ায়৷ দীর্ঘ আট বছর ধরে জালিয়াতি করে মৃত মায়ের পেনশন অ্যাকাউন্ট থেকে কমপক্ষে ২৪ লক্ষ টাকা তোলার অভিযোগ ছেলে বিরুদ্ধে৷ বৃহস্পতিবার রাতে পেনশন প্রতারণার অভিযোগে মৃতের ছেলে নন্দন মিত্রকে গ্রেপ্তার করে চুঁচুড়া থানার পুলিশ৷ আজ শুক্রবার ধৃতকে চুঁচুড়া আদালতে তোলা হলে ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়৷ গুণধর ছেলের এই কুকীর্তির কথা প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে চুঁচুড়ার গোয়ালটুলি এলাকায়৷

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃত নন্দন মিত্রের মা আরতি মিত্র একটি স্কুলের শিক্ষিকা ছিলেন। শিক্ষিকার বাড়ি চুঁচুড়ার গোয়ালটুলি এলাকায়। আট বছর আগে তিনি মারা যান। শিক্ষিকার স্বামীরও আগেই মৃত্যু হয়৷ তার, একমাত্র ছেলে নন্দন মিত্র ছাড়া পরিবারে কেউ ছিল না৷ নন্দন কোনও কাজ করত না৷ কিন্তু মায়ের মৃত্যুর পর নিজের পেট চালানো বড় দায় হয়ে পড়ে৷ সে মৃত মাকে জীবিত দেখিয়ে ব্যাংক থেকে মাসে মাসে মায়ের পেনশন তুলতে থাকেন৷ প্রত্যেক বছর মায়ের লাইভ সার্টিফিকেট ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের চুঁচুড়া শাখায় জমা দিয়ে আট বছর ধরে প্রায় মৃত মায়ের পেনশন অ্যাকাউন্ট থেকে প্রায় ২৪ লক্ষ টাকা তুলে নেন নন্দন৷ ব্যাংক কর্তৃপক্ষের মনে বিন্দুমাত্র সন্দেহ জাগেনি, যে নন্দনের দেওয়া লাইভ সার্টিফিকেট জাল৷

সম্প্রতি চুঁচুড়ার গোয়ালটুলি এলাকায় ব্যাংক কর্তৃপক্ষ অন্য একটি বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে জানতে পারে, নন্দন মিত্রের মা আরতি মিত্র আট বছর আগে মারা গিয়েছেন৷ এই তথ্য জানার পরই ব্যাংক কর্তৃপক্ষ নড়েচড়ে বসে৷ তারা চু্ঁচুড়া থানায় নন্দন মিত্রের বিরুদ্ধে একটি প্রতারণার অভিযোগ দায়ের করেন৷ এই অভিযোগের পরিপ্রেক্ষিতে চুঁচুড়া থানার পুলিশ তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে গোয়ালটুলির বাড়ি থেকে প্রতারক নন্দন দত্তকে গ্রেফতার করে৷ পুলিশ ধৃত নন্দনকে সাত দিনের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো শুরু করেছে৷

ব্যাংক কর্তৃপক্ষ যেহেতু নন্দনের দেওয়া মায়ের লাইভ সার্টিফিকেট ট্রেজারিতে জমা করে দিয়েছেন তাই এই মুহূর্তে কোন ডাক্তার লাইভ সার্টিফিকেট দিয়েছিলেন তা জানা যায়নি৷ চুঁচুড়া থানার পুলিশ ট্রেজারি থেকে সেই সার্টিফিকেটের প্রতিলিপি সংগ্রহ করে তা আদৌ কোনও ডাক্তার দিয়েছিল কিনা তা খতিয়ে দেখবে৷ পাশাপাশি কোনও ডাক্তার সত্যি সত্যি সেই লাইভ সার্টিফিকেট ইস্যু করেছিল কি না তাও খতিয়ে দেখবে পুলিশ৷ সেক্ষেত্রে এর পিছনে বড় কোনও চক্র জড়িত থাকতে পারে বলে পুলিশের সন্দেহ৷ তবে, পুলিশি জিজ্ঞাসাবাদে প্রতারক তার অপরাধের কথা স্বীকার করে নিয়েছে৷

The post ৮ বছর ধরে মৃত মায়ের পেনশনের ২৪ লক্ষ টাকা তুলে দেদার ফূর্তি ‘গুণধর’ ছেলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement