shono
Advertisement
Bagda

কোটি টাকা আত্মসাৎ করে চম্পট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এজেন্ট‌ দম্পতি! চাঞ্চল্য বাগদায়

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Published By: Suhrid DasPosted: 08:05 PM Jul 08, 2025Updated: 08:05 PM Jul 08, 2025

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এক গ্রাহক পরিষেবা কেন্দ্রের এজেন্ট ও তার স্বামীর বিরুদ্ধে প্রায় কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার নতুন বাজার এলাকায়। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়েছে। দীর্ঘদিনের সঞ্চয় কার্যত লুট হয়ে যাওয়ায় অনেকেরই মাথায় হাত পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

জানা গিয়েছে, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এক গ্রাহক পরিষেবা কেন্দ্র রয়েছে বনগাঁর বাগদা এলাকায়। ওই গ্রাহক পরিষেবা কেন্দ্রে এজেন্ট হিসেবে নিযুক্ত ছিলেন অর্পিতা অধিকারী এবং তার স্বামী অমিত মণ্ডল। গত ১০ বছর ধরে তাঁরাই ওই কেন্দ্র চালাচ্ছিলেন বলে খবর। ওই দম্পতিই এলাকা ছেড়ে চম্পট দিয়েছেন। আর তারপরেই জানা গিয়েছে, ওই এলাকার সাধারণ মানুষের টাকা ব্যাঙ্কে জমাই পড়েনি। ওই কেন্দ্রে কয়েক হাজার গ্রাহক আছেন। অভিযোগ, তাঁদের সব টাকাই কার্যত নিয়ে চম্পট দিয়েছেন ওই দম্পতি। কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

গ্রাহকদের অভিযোগ, যখনই তাঁরা সেখানে টাকা জমা দিতে যেতেন, প্রায়ই লিংক নেই বলা হত। ওই টাকা পরে জমা করা হবে বলে গ্রাহকদের বলা হত। অভিযোগ, পরবর্তীতে সেই টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে জমা হত না। এই নিয়ে দম্পতিকে জিজ্ঞাসাবাদ করলে, বাহানা দেওয়া হত বলে অভিযোগ। আজ-কাল টাকা চলে যাবে, সেই বলে গ্রাহকদের এড়িয়ে যাওয়া হত বলে অভিযোগ। পাশাপাশি ফিক্সড ডিপোজিট করে দেওয়া হবে বলেও একাধিক গ্রাহকের থেকে টাকাও নেওয়া হয় বলে অভিযোগ। পরবর্তীতে গ্রাহকরা ব্যাঙ্কে গিয়ে জানতে পারেন, কোনও সিএসপি কেন্দ্রে ফিক্সড ডিপোজিট হয় না। তখনই বোঝা যায়, প্রতারণার শিকার হয়েছেন গ্রাহকরা। ক্ষুব্ধ গ্রাহকেরা পরিষেবা কেন্দ্রে গিয়ে দেখেন বেশ কিছুদিন ধরে ওই কেন্দ্র বন্ধ। পরে জানা যায়, ওই দম্পতি টাকা আত্মসাৎ করে পরিবার নিয়ে চম্পট দিয়েছে।‌ গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে এদিন সেই সিএসপি কেন্দ্রের সামনে বিশাল বিক্ষোভ দেখায়। বাগদা থানাতে ওই দম্পতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এক গ্রাহক পরিষেবা কেন্দ্রের এজেন্ট ও তার স্বামীর বিরুদ্ধে প্রায় কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল।
  • ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার নতুন বাজার এলাকায়।
  • ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়েছে।
Advertisement