shono
Advertisement
DYFI

DYFI কার্যালয়ে রাতভর মহিলাদের সঙ্গে কোমর দুলিয়ে নাচ! পদ খোয়ালেন বাম নেতা

বিষয়টি নিয়ে দলের তরফে মুখে কুলুপ আঁটা হয়েছে।
Published By: Paramita PaulPosted: 01:13 PM May 22, 2025Updated: 01:14 PM May 22, 2025

টিটুন মল্লিক, বাঁকুড়া: সিপিএমের যুব সংগঠনের দলীয় কার্যালয়ে চটুল বাংলা গান! মহিলা কর্মীদের সঙ্গে রাতভর কোমর দুলিয়ে নাচ দলেরই নেতাদের! বাঁকুড়ার ডিওয়াইএফআই কার্যালয়ের নাচের সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় জেলা রাজনীতি। বিষয়টি নিয়ে দলের তরফে মুখে কুলুপ আঁটা হয়েছে।

Advertisement

ভাইরাল ভিডিওটিতে ডিওয়াইএফআইয়ের রাজ্য কমিটির সদস্য শুভেন্দু মণ্ডল আর বাঁকুড়া জেলার প্রাক্তন সম্পাদক মণ্ডলীর সদস্য অভীক মিশ্রকে দেখা গিয়েছে। ডিওয়াইএফআই-এর রাজ্য কমিটির সম্মেলনের আগে এই ভিডিও প্রকাশ্যে আশায় সংগঠনের অন্দরেও শোরগোল পড়ে গিয়েছে। যদিও একটি সূত্র বলছে, এই ঘটনা বাঁকুড়া জেলা সম্মেলনের আগে ঘটেছে। বিতর্কিত ভিডিওটি ডিআইএফআইয়ের বাঁকুড়া জেলা কমিটির এক সদস্য নিজের ফেসবুক পেজে প্রকাশ্যেও এনেছিলেন। কিন্তু কয়েক মিনিটের মধ্যে এই বিতর্কিত ভিডিওটি নিজের পেজ থেকে মুছে দেন তিনি।

জানা গিয়েছে, চলতি মে মাসে ৫-৬ তারিখ বাঁকুড়ার ইন্দাসে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়।  ভিডিও ভাইরাল হওয়ার পর তাৎপর্যপূর্ণভাবে বাঁকুড়া জেলা সম্মেলনে নতুন কমিটি থেকে সভাপতির পদ খুইয়েছেন শুভেন্দু। যদিও তিনি সিপিএমের জেলা কমিটি এবং দলের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের রাজ্য কমিটিতে এখনও রয়েছেন। নতুন জেলা সম্পাদক হয়েছেন সঞ্জয় মাণ্ডি, সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে নীলাদ্রিশেখর সার্বভৌমকে।

দলীয় সূত্রে খবর, নীলাদ্রি শেখর সার্বভৌমকে সভাপতি করার পর থেকেই দলের অন্দরে অসন্তোষ শুরু হয়েছে। যদিও এ প্রসঙ্গে মুখ খুলতে নারাজ সঞ্জয়। দলীয় কার্যালয়ে রাতভর মহিলা কর্মীদের নিয়ে চটুল বাংলা গানে নেতাদের নাচ প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেননি। নাম প্রকাশে অনিচ্ছুক বাম যুব সংগঠনের এক নেতা বলছেন, বাম সংগঠনের অন্দরে এখানে ঘটনা মানা যায় না। বিতর্কিত এই ভিডিওতে যে সমস্ত ডিওয়াইএফআই নেতাদের দেখা গিয়েছে তাদেরও কোন বক্তব্য পাওয়া যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সিপিএমের যুব সংগঠনের দলীয় কার্যালয়ে চটুল বাংলা গান!
  • মহিলা কর্মীদের সঙ্গে রাতভর কোমর দুলিয়ে নাচ দলেরই নেতাদের! বাঁকুড়ার ডিওয়াইএফআই কার্যালয়ের নাচের সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় জেলা রাজনীতি।
  • বিষয়টি নিয়ে দলের তরফে মুখে কুলুপ আঁটা হয়েছে।
Advertisement