shono
Advertisement
Nadia

তেহট্টে এসআই অফিসের পিছনে উদ্ধার যুবকের পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

যুবকের নাম পরিচয় জানা যায়নি।
Published By: Subhankar PatraPosted: 06:25 PM Feb 07, 2025Updated: 06:25 PM Feb 07, 2025

রমণী বিশ্বাস, তেহট্ট: নদিয়ার তেহট্টে এক অজ্ঞাতপরিচয় যুবকের পচাগলা দেহ উদ্ধার। এসআই অফিসের পিছনের জঙ্গল থেকে দেহটি উদ্ধার করেছে পুলিশ। খুন নাকি, আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। দেহটি কী করে ওই জায়গায় এল তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেতাই সিভিলগঞ্জ গ্রামে বিকেলে এলাকার বাচ্চারা খেলতে, খেলতে ওই জঙ্গলে ঢোকে। সেখানেই দেহটি পড়ে থাকতে দেখে বাচ্চারা। প্রথমে তারা ভাবে কেউ শুয়ে আছেন। কাছেই যেতেই পচাগন্ধ পেয়ে বড়দের বিষয়টি জানায় তারা। এলাকার বাসিন্দারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। কী কারণে মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা থাকলেও যুবকের দিন কয়েকআগে মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। সরকারি অফিসের ঠিক পিছনেই এই কাণ্ড ঘটায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।

যুবকের নাম পরিচয় জানা যায়নি। সম্প্রতি তেহট্ট থানায় কোনও নিখোঁজ ডায়েরি করা হয়নি বলেই জানিয়েছে পুলিশ। যুবকের পরিচয় জানতে আশেপাশের থানায় খোঁজ নিচ্ছেন তদন্তকারীরা। কী করে যুবকের যুবকের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরই বোঝা যাবে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নদিয়ার তেহট্টে এক অজ্ঞাতপরিচিত যুবকের পচাগলা দেহ উদ্ধার।
  • এসআই অফিসের পিছনের জঙ্গল থেকে দেহটি উদ্ধার করেছে পুলিশ।
  • খুন নাকি, আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
Advertisement