shono
Advertisement

বিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ তৃণমূল সাংসদ জাটুয়ার, জনসংযোগে সৌজন্যের নজির

রায়দিঘিতে সাংসদ চৌধুরি মোহন জাটুয়ার ভূমিকায় নানা প্রশ্ন The post বিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ তৃণমূল সাংসদ জাটুয়ার, জনসংযোগে সৌজন্যের নজির appeared first on Sangbad Pratidin.
Posted: 05:12 PM Aug 10, 2019Updated: 05:12 PM Aug 10, 2019

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির৷ ‘দিদিকে বলো’ কর্মসূচির প্রচারে জনসংযোগে বেরিয়ে বিজেপির সক্রিয় কর্মীর বাড়িতে একেবারে পাত পেড়ে খাওয়াদাওয়া করলেন মথুরাপুরের তৃণমূল সাংসদ চৌধুরি মোহন জাটুয়া৷ শনিবার দুপুরে তাঁকে নিজের হাতে পরিবেশ করে খাওয়ালেন ওই বিজেপি কর্মীর স্ত্রী৷ আর এরই ফাঁকে নিজেদের অভাব-অভিযোগের কথাও তুলে ধরলেন তাঁরা৷ যুযুধান দুই রাজনৈতিক নেতা-কর্মীর এই সৌজন্যে সাক্ষী রইলেন ডায়মন্ড হারবার এলাকার মানুষজন৷

Advertisement

[আরও পড়ুন: মৌসমের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ, কোতয়ালিতে বিক্ষোভ তৃণমূল নেতা-কর্মীদের]

লোকসভায় দলের আশানুরূপ ফলাফল না হওয়ায় নতুন করে জনসংযোগের পথে হেঁটেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাই বিধানসভার আগে ‘দিদিকে বলো’ কর্মসূচিতে অংশ নিতে রাজ্যজুড়ে প্রচারে নেমেছেন দলের বিধায়ক-সাংসদরা৷ এলাকায় এলাকায় চলছে এর প্রচার৷ শনিবার সেই কর্মসূচি নিয়েই পথে নেমেছিলেন মথুরাপুরের দীর্ঘদিনের তৃণমূল সাংসদ সিএম জাটুয়া৷ বেলা গড়িয়ে তখন দুপুর৷ সাংসদ সটান ঢুকে গেলেন রাঘদিঘির দাসপাড়া এলাকার ১৯০ নং বুথের একটি বাড়িতে৷ বাড়ির মালিক সক্রিয় বিজেপি কর্মী ও বুথস্তরের নেতা তপন কপাট৷ তাঁর স্ত্রী মিতালিও এলাকায় সক্রিয় বিজেপি কর্মী বলে পরিচিত৷ এলাকার উন্নয়নে তাঁদের মতামত চান বর্ষীয়ান সাংসদ৷ রাস্তাঘাটের উন্নয়ন, স্থানীয় হাসপাতালের বেহাল দশা-সহ একাধিক বিষয় নিয়ে সাংসদের কাছে নালিশ জানান তাঁরা৷

এরপরই চিত্রনাট্যে চমক৷ ভরদুপুরে সাংসদকে বাড়িতে ডেকে খাওয়ার আমন্ত্রণ জানান ওই বিজেপি দম্পতি৷ যা শুনে বেশ অবাক সিএম জাটুয়া নিজেই৷ তবে অভিজ্ঞ রাজনীতিক তখনই সবটা সামলে নিয়ে আতিথেয়তা গ্রহণ করেন৷ মিতালিদেবী টেবিলে খাবারের থালা সাজিয়ে দেন৷ মেনু ছিল ভাত, মসুর ডাল, আলু ও উচ্ছেভাজা, পাঁপড়, আলুপোস্ত আর মাগুরমাছের ঝোল৷ খাওয়ার মাঝেই চলে গল্পগুজব৷ মিতালিদেবীর রান্নার প্রশংসা করেন সাংসদ৷ একটু লজ্জা পেয়ে মিতালিদেবী তাঁকে পালটা বলেন, ‘আপনার যে ভাল লেগেছে, তাতেই আমি খুশি৷’ খাওয়া শেষে সাংসদকে ঠান্ডা পানীয়ও দেওয়া হয়৷ এসব দেখে আশেপাশের মানুষজনের মধ্যে গুঞ্জন, ফিসফাস শুরু হয়৷ এমনকী সাংসদের সঙ্গে থাকা তৃণমূল কর্মীরাও হতভম্ব হয়ে যান৷

[আরও পড়ুন: সচেতনতা মিছিলে অসুস্থ পড়ুয়ারা, খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সংবাদ মাধ্যম]

আসলে সম্প্রতি লোকসভা ভোটে রায়দিঘির এই ১৯০ নং বুথ, যেখানকার কর্মী তপন কপাট, সেখানে বিজেপির কাছে পিছিয়ে ছিলেন তৃণমূল সাংসদ চৌধুরি মোহন জাটুয়া৷ তবে তার প্রভাব আজকের এই আতিথেয়তা পর্বে একবারও পড়েনি৷ কপাট দম্পতি বরং বলছেন, ‘উনি সকলের সাংসদ৷ অতিথি হিসেবে আমাদের বাড়িতে দুপুরে এসেছিলেন৷ দুপুরে এলে কি তাঁকে না খাইয়ে ছাড়া যায়?’ আর সাংসদ বলছেন, ‘আমি তো এলাকার মানুষের ভোটেই জিতেছি৷ জনসংযোগে বেরিয়ে ওঁদের বাড়ি গিয়েছি৷ ওনারা অনুরোধ করলেন, খেয়ে যাওয়ার৷ অনুরোধ ফেলতে পারলাম না৷’ অনেকে এতে অবাক হলেও, বেশিরভাগ মানুষই বিজেপি কর্মী এবং সাংসদের ভূমিকার প্রশংসাই করেছেন৷ বলছেন, এমন সৌজন্যের নজির আরও তৈরি হোক৷

The post বিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ তৃণমূল সাংসদ জাটুয়ার, জনসংযোগে সৌজন্যের নজির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement