shono
Advertisement
Gobordanga

খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ! অবশেষে গ্রেপ্তার 'দাদু'

'কুকীর্তি' সম্পর্কে কাউকে কিছু না বলার জন্য হুমকিও দেয় 'দাদু'।
Published By: Paramita PaulPosted: 05:48 PM Jun 11, 2025Updated: 05:48 PM Jun 11, 2025

অর্ণব দাস, বারাসত: খাবারের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। একবার কুকীর্তি করে থামেনি সে। গতকাল, সোমবার আবার নাবালিকাকে বাড়িতে ডেকেছিল সে। কিন্তু শিশুটি আর যায়নি। বরং বাড়িতে সব কথা জানিয়ে দেয়। সেই সূত্র ধরে মঙ্গলবার পরিচিত 'দাদু'কে গ্রেপ্তার করল গোবরডাঙা থানার পুলিশ।

Advertisement

ধৃতের নাম বিনন্দ অধিকারী ওরফে বাটুল। বয়স ৭০ বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের দুই তারিখে বছর আটের নাবালিকা স্থানীয় একটি স্কুল থেকে বাড়ি ফিরছিল। অভিযোগ, তখন গোবরডাঙার বেতপুল এলাকার বাসিন্দা বিনন্দ নাবালিকাকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে  ধর্ষণ করে। শুধু তাই নয়, 'কুকীর্তি' সম্পর্কে কাউকে কিছু না বলার জন্য হুমকিও দেয় 'দাদু'। এখানেই থামেনি তার কীর্তি!

এরপর ফের গত সোমবার বিকেলে খাবারের প্রলোভন দেখিয়ে নির্যাতিতাকে বাড়িতে ডেকেছিল অভিযুক্ত বৃদ্ধ। কিন্তু নাবালিকা যেতে রাজি হয়নি। উলটে বৃদ্ধের 'কুকীর্তি'র কথা পরিবারকে জানায়। মঙ্গলবার এনিয়ে গোবরডাঙা থানায় অভিযোগ দায়ের হলে গ্রেপ্তার হয় অভিযুক্ত। আদালতে তোলা হবে তাকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • খাবারের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ।
  • একবার কুকীর্তি করে থামেনি সে।
  • সোমবার আবার নাবালিকাকে বাড়িতে ডেকেছিল সে।
Advertisement