shono
Advertisement

মেয়াদ উত্তীর্ণ মাংস বিক্রির অভিযোগ, কাঠগড়ায় আরামবাগ চিকেন

দেখুন ভিডিও। The post মেয়াদ উত্তীর্ণ মাংস বিক্রির অভিযোগ, কাঠগড়ায় আরামবাগ চিকেন appeared first on Sangbad Pratidin.
Posted: 07:01 PM Aug 14, 2018Updated: 07:31 PM Aug 14, 2018

সৌরভ মাজি, বর্ধমান:  এবার দুবছর আগের মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত মুরগির মাংস বিক্রির অভিযোগ উঠল আরামবাগ চিকেনের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমানে। বর্ধমান শহরে আরামবাগ চিকেনের আউটলেটটি সিল করে দিয়েছে পুলিশ। দোকানের কর্মীদেরও আটক করা হয়েছে।  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পচা মাংসের ভিডিও। ক্ষোভে ফুঁসছেন শহরের বাসিন্দারা।

Advertisement

[পড়েছিল ক্ষুদিরামের পদধূলি, দেউলগ্রামে বিপ্লবীর মূর্তি স্থাপনের দাবি গ্রামবাসীর]

প্যাকেটজাত খাবারের জন্য ‘আরামবাগ চিকেন’-এর যথেষ্ট নামডাক। বর্ধমান শহরে পুরভবনের নিচেই সংস্থার আউটলেট। সোমবার রাতে  মুরগির মাংস ও চিংড়ি কিনতে গিয়েছিলেন বেশ কয়েকজন। তাঁদের প্রায় দু’বছরের পুরানো মেয়াদ উত্তীর্ণ মাংস দেওয়া হয়েছে বলে অভিযোগ।  ক্রেতাদের দাবি, কেনার সময়ে মাংসের প্যাকেটে মেয়াদ শেষের তারিখটি চোখে পড়ে যায় তাঁদের। স্পষ্ট লেখা ছিল, ২০১৬ সালে ওই মুরগির মাংস প্যাকেটবন্দি করা হয়েছিল। হাতেনাতে ধরা পড়ে যান আরামবাগ চিকেনের কর্মীরা। ক্ষোভে ফেটে পড়েন অন্যন্য ক্রেতারাও।  সুনাম বজায় রাখতে প্রথমে দোকানের কর্মীরা ঘটনাটি চেপে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ।  কিন্তু, তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ক্রেতাদের সঙ্গে আরামবাগ চিকেনের কর্মীদের বচসা শুরু হয়ে যায়। শেষপর্যন্ত, প্যাকেটে সিল খুলতে বাধ্য হন দোকানের কর্মীরা।  ক্রেতাদের দাবি, ছাতা পড়ে মুরগির মাংস হলুদ হয়ে গিয়েছিল।  সোমবার রাতে ‘আরামবাগ চিকেন’-এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ক্রেতারা।

[প্ল্যাটফর্মে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত প্রৌঢ়, চাঞ্চল্য ফুলেশ্বরে]

মঙ্গলবার সকালে বর্ধমান শহরে  ‘আরামবাগ চিকেন’ দোকানে হানা দেয় পুলিশ। আপাতত আউটলেটটি সিল করা দেওয়া হয়েছে। বেশ কয়েকজন কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এদিকে পচা মাংস বিক্রির ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও-তে দেখা যাচ্ছে, দু’বছর আগে প্যাকেটবন্দি মুরগির মাংস শক্ত হয়ে গিয়েছে। আড়াআড়ি ভাঙতেই বেরিয়ে পড়ল হলদেটে রঙের চিকেন। সন্দেহ হতেই নাকের কাছে নেওয়ার সঙ্গে সঙ্গে দুর্গন্ধের দাপটে মুখ সরিয়ে নিলেন ক্রেতা। বিক্ষোভের মুখে পড়ে দোকানের কর্মীরা তখন চুপসে গিয়েছেন।

The post মেয়াদ উত্তীর্ণ মাংস বিক্রির অভিযোগ, কাঠগড়ায় আরামবাগ চিকেন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement