shono
Advertisement

সিপিএম থেকে দলে নেওয়া চলবে না, বর্ধমানে বিজেপি কার্যালয়ে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব

জেলা সদর কার্যালয়ের মধ্যেই দু’পক্ষ হাতাহাতিতে জড়ায়৷ The post সিপিএম থেকে দলে নেওয়া চলবে না, বর্ধমানে বিজেপি কার্যালয়ে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব appeared first on Sangbad Pratidin.
Posted: 01:58 PM Jun 18, 2019Updated: 05:33 PM Jun 18, 2019

সৌরভ মাজি, বর্ধমান: নব্য বনাম পুরনো৷ দুই গোষ্ঠীর দ্বন্দ্বে আপাতত সরগরম বর্ধমানের বিজেপি নেতৃত্ব৷ সিপিএম থেকে বিজেপিতে যোগদান করা সদস্যদের গ্রহণ করতে চান না দলের পুরনো কর্মীরা৷ এই দাবি তুলে সোমবার রাতে উত্তপ্ত হয়ে উঠল এলাকা৷ জেলা সদর কার্যালয়ে চলে ভাঙচুর৷ আক্রান্ত হন জেলা যুব মোর্চা সভাপতি শ্যামল রায়৷ তাঁর বাড়ির বাইরে চার রাউন্ড গুলি চলে বলেও অভিযোগ৷

Advertisement

[আরও পড়ুন: কোচবিহারের জলাজমি থেকে উদ্ধার বিজেপি কর্মীর নলিকাটা দেহ]

লোকসভা ভোটের আগেই বিভিন্ন দল ছেড়ে বিজেপি যোগদানের হিড়িক পড়েছিল৷ বর্ধমানের সিপিএম নেতা তথা বর্ধমান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান আইনুল হক ভোটের আগেই যোগ দিয়েছিলেন বিজেপিতে৷ সেদিন থেকেই ক্ষোভ বাড়ছিল বিজেপির পুরনো কর্মীদের মধ্যে৷ সম্প্রতি তাঁর হাত ধরেই গেরুয়া শিবিরে পা রাখেন তাঁর অনুগামী খোকন সেন৷ তারপর থেকেই বর্ধমান বিজেপিতে দ্বন্দ্ব আরও প্রকট হয়ে উঠেছে৷ যার বহিঃপ্রকাশ দেখা গেল সোমবার রাতে৷

শ্যামল রায়ের অভিযোগ, সোমবার রাতে তাঁর বাড়িতে আচমকাই চড়াও হয় খোকন সেনের অনুগামী একদল কর্মী, সমর্থক৷ হামলা চালানো হয়৷ বাড়ির কাঁচ ভাঙচুর করার পাশাপাশি সদস্যদেরও মারধর এবং বাড়ির বাইরে গুলি চলে বলে অভিযোগ৷ হামলা চলে বর্ধমানের ডিভিসি মোড়ে, বিজেপি জেলা সদর কার্যালয়ে৷ ছিঁড়ে ফেলা হয় বিজেপির পতাকা, পোস্টার৷ পার্টি অফিসের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু’পক্ষ৷

[আরও পড়ুন: তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ, গুরুতর জখম দুর্গাপুরের এক সার্কেল ইন্সপেক্টর]

জেলার যুব মোর্চা সভাপতি অভিযোগ, সিপিএম থেকে যাদের দলে নেওয়া হয়েছে, তারা এখনও বিজেপি হয়ে উঠতে পারেনি৷ এদের দলে রাখলে, তাঁর মতো পুরনো কর্মীরা দলত্যাগ করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন শ্যামল রায়৷ অন্যদিকে, আক্রান্ত খোকন সেন গোষ্ঠীর দাবি,‘আমরা এলাকায় বিভিন্ন সামাজিক কাজকর্ম করি৷ এলাকার মানুষজন আমাদের ভালবাসেন৷ আর শ্যামল রায়দের কাজ শুধু তোলাবাজি৷ শ্যামল রায়রা এসব সহ্য করতে পারছে না৷ তাই আমাদের উপর হামলা করছে৷’ তবে জেলার সাংগঠনিক সভাপতি সন্দীপ নন্দীর কোনও বক্তব্য পাওয়া যায়নি৷ তিনি একেবারেই কুলুপ এঁটেছেন৷ একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাঁকে পাওয়া যায়নি৷  

The post সিপিএম থেকে দলে নেওয়া চলবে না, বর্ধমানে বিজেপি কার্যালয়ে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement