shono
Advertisement
Ashoknagar

সম্পর্কের টানাপোড়েনে প্রেমিকের মৃত্যু! প্রেমিকার বাড়ির সামনে দেহ ফেলে বিক্ষোভ অশোকনগরে

পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Published By: Paramita PaulPosted: 09:05 PM Apr 16, 2025Updated: 09:05 PM Apr 16, 2025

অর্ণব দাস, বারাসত: সম্পর্কের টানাপোড়েনের জেরে প্রেমিকের আত্মহত্যার ঘটনায় প্রেমিকার বাড়ির সামনে মৃতদেহ নিয়ে গিয়ে বিক্ষোভ দেখালেন মৃতের পরিবার। বুধবার বিকেলের পর থেকে অশোকনগর থানার দেবীনগর বাইপাস এলাকায় এই বিক্ষিভের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, তৃতীয় বর্ষের কলেজ পড়ুয়া বছর একুশের সায়ক চক্রবর্তীর ঝুলন্ত দেহ মঙ্গলবার তাঁর ঘর থেকে উদ্ধার হয়েছিল। মৃতের পরিবারের লোকজন প্রেমিকা এবং তাঁর পরিবারের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছিল। বুধবার ময়নাতদন্তের পর পরিবার মৃতদেহ পেলে ক্ষিপ্ত হয়ে ওঠে। পুলিশ কাউকে গ্রেপ্তার না করায় প্রেমিকার বাড়ির সামনে মৃতদেহ নিয়ে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে পরিবারের পরিজনরা।

মৃতের আত্মীয়া তানিয়া চক্রবর্তী বলেন, "সায়কের সঙ্গে ওর এক বান্ধবীর প্রেম ছিল। সম্প্রতি দু'জনের মধ্যে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এর জেরেই সায়ক আত্মঘাতী হয়েছে। পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ করা হয়েছিল। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। তাই এই বিক্ষোভ।" পুলিশ জানিয়েছে, আত্মহত্যার প্ররোচনার একটি অভিযোগ দায়ের হয়েছে। আত্মহত্যার প্ররোচনার যথেষ্ট প্রমাণের প্রয়োজন। মৃতের মোবাইল উদ্ধার করে তদন্ত শুরু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সম্পর্কের টানাপোড়েনের জেরে প্রেমিকের আত্মহত্যার ঘটনায় প্রেমিকার বাড়ির সামনে মৃতদেহ নিয়ে গিয়ে বিক্ষোভ দেখালেন মৃতের পরিবার।
  • বুধবার বিকেলের পর থেকে অশোকনগর থানার দেবীনগর বাইপাস এলাকায় এই বিক্ষিভের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
  • পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Advertisement