shono
Advertisement
Gangarampur

মধ্যযুগীয় বর্বরতা! 'ডাইনি' অপবাদে একই পরিবারের চারজনকে মারধরের অভিযোগ, গ্রেপ্তার ৬

কুসংস্কারের বিরুদ্ধে এলাকায় সচেতনতার প্রচার চালানো হবে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
Published By: Suhrid DasPosted: 06:53 PM Jun 13, 2025Updated: 06:53 PM Jun 13, 2025

রাজা দাস, বালুরঘাট: 'ডাইনি' অপবাদে একই পরিবারের চারজনকে বেধড়ক মারধর করার অভিযোগ। শুধু তাই নয়, তাঁদের মল খাইয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। বর্বরোচিত ঘটনা ঘটল দক্ষিণ দিনাজপুরে। গঙ্গারামপুর থানার বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের ভাদরা রায়পাড়ার ঘটনায় শুক্রবার লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্তে নেমে পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে ৬ জন অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে তুলেছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বিগত দু'মাসে ওই গ্রামে বেশ কয়েকটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ। গ্রামেরই কারও 'তুকতাক' এই মৃত্যুর কারণ বলে সন্দেহ করেন কয়েকজন! বৃহস্পতিবার, তাঁরা যান এক গুনিনের কাছে। সেই গুনিনের নির্দেশে অভিযুক্তরা পুজো দেন। রাতে ওই গ্রামের বাসিন্দা এক গৃহবধূকে 'ডাইনি' অপবাদ দেন বলে অভিযোগ। অভিযুক্তরা বাড়িতে ঢুকে ওই মহিলা-সহ চারজনকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। এমনকী মল খাইয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। খবর পেয়ে রাতেই সেখানে পৌঁছয় গঙ্গারামপুর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আজ, শুক্রবার ঘটনায় গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ ছয় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

আক্রান্তের স্বামী বলেন, "অভিযুক্তরা এসেই স্ত্রীকে ডাইনি বলে চিৎকার শুরু করে। স্ত্রীকে বাড়ি থেকে বের করে মারতে থাকে। স্ত্রীকে বাঁচাতে যেতেই পরিবারের সকলকে বেধড়ক মারধর করে। খাইয়ে দেওয়া হয় মল।" ঘটনার পর থেকে আতঙ্কে ওই পরিবার। প্রাণে মেরে ফেলা হবে! এই আশঙ্কাও তাঁরা করছেন। গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, "ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তদন্ত চলছে। 'ডাইনির' মতো কুসংস্কারের বিরুদ্ধে এলাকায় সচেতনতার প্রচার চালানো হবে।" সমাজকর্মী সূরজ দাস বলেন, "১৫ দিনের মধ্যে এমন তিনটি ঘটনা ঘটল। এর আগে দুটি ঘটনা বালুরঘাট ব্লকে হয়েছিল। একাধিক ইউনিট গঠন করে জেলার প্রতিটি প্রত্যন্ত বা স্পর্শকাতর এলাকায় গিয়ে নিয়মিত সচেতনতার প্রচার দরকার।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'ডাইনি' অপবাদে একই পরিবারের চারজনকে বেধড়ক মারধর করার অভিযোগ।
  • শুধু তাই নয়, তাঁদের মল খাইয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
  • গঙ্গারামপুর থানার বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের ভাদরা রায়পাড়ার ঘটনায় শুক্রবার লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
Advertisement