shono
Advertisement
Matia

শ্বশুরের 'যৌন লালসা'র শিকার বউমা, সব জেনেও চুপ স্বামী! মাটিয়ায় গ্রেপ্তার বাবা-ছেলে

বউমাকে লাগাতার যৌন নির্যাতনের অভিযোগও রয়েছে শ্বশুরের বিরুদ্ধে।
Published By: Paramita PaulPosted: 04:29 PM Jul 06, 2025Updated: 04:30 PM Jul 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বউমাকে লাগাতার ধর্ষণে অভিযুক্ত শ্বশুর! সব জেনেও প্রতিবাদ না করে চুপ থেকেছে স্বামীও। এই অভিযোগে দুজনকেই গ্রেপ্তার করল পুলিশ। গোটা বিষয়টি নিয়ে উত্তর ২৪ পরগনার মাটিয়া থানার স্বরূপনগর বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

প্রশাসন সূত্রে জানা দিয়েছে, অশোকনগরে গুমা রাজিপপুরের এক মেয়ের সঙ্গে বছর পাঁচেক আগে বসিরহাট মহকুমার মাটিয়া থানার স্বরূপনগর বাজার এলাকার শঙ্কর বিশ্বাসের ছেলে সোমনাথ বিশ্বাসের বিয়ে হয়। তাঁদের একটা চারবছরের ছেলেও আছে। সুখের সংসার চলছিল। কিন্তু বাদ সাধে তাঁর শ্বশুর। মাস দুয়েক আগে বউমার উপর কুনজর পড়ে শ্বশুর শঙ্কর বিশ্বাসের! সে তার পুত্রবধূকে ধর্ষণ করে বলে অভিযোগ। এমনকী, লাগাতার যৌন নির্যাতনও চালায়। নির্যাতিতা তার স্বামীকে সব কথা খুলে বললেও সোমনাথ তাঁর কথায় কোন কর্ণপাত করেনি।

উলটে তাকে মারধর করে বলে দাবি। এরপর শঙ্কর বিশ্বাস পুত্রবধূর উপর আরও অত্যাচার বাড়িয়ে দেয়। অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে গতকাল, শনিবার মাটিয়া থানায় থানার দ্বারস্থ হন নির্যাতিতা। শ্বশুর ও স্বামীর নামে অভিযোগ দায়ের করলে দুজনকেই গ্রেপ্তার করে পুলিশ। আজ, রবিবার অভিযুক্ত বাবা ও ছেলেকে পাঁচদিনের পুলিশি হেফাজত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। নির্যাতিতার বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে মেডিক্যাল পরীক্ষা করা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বউমাকে লাগাতার ধর্ষণে অভিযুক্ত শ্বশুর!
  • সব জেনেও প্রতিবাদ না করে চুপ থেকেছে স্বামীও।
  • এই অভিযোগে দুজনকেই গ্রেপ্তার করল পুলিশ।
Advertisement