shono
Advertisement
Nandigram

নন্দীগ্রামে গরু পাচার রুখতে গিয়ে আক্রান্ত উর্দিধারীরা! পুলিশের গাড়ি চালককে পিষে দিল দুষ্কৃতীদের লরি

হাসপাতালে আরও দুই পুলিশ কর্মী।
Published By: Paramita PaulPosted: 11:05 AM Apr 17, 2025Updated: 11:26 AM Apr 17, 2025

চঞ্চল প্রধান, হলদিয়া: গরু পাচার রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ! প্রাণ গেল পুলিশের গাড়ি চালকের। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটে নাগাদ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ঘটনাটি ঘটে। হাসপাতালে আরও দুই পুলিশ কর্মী। তবে ঘাতক লরিতে গরু ছিল কি না তা পুলিশের তরফে স্পষ্ট করা হয়নি।  

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে দুষ্কৃতীরা একটি লরি নিয়ে পালাচ্ছিল। মনে করা হচ্ছে, সেই লরিতে গরু পাচার করা হচ্ছিল। পুলিশের টহলদারি ভ্যান লরিটিকে ধাওয়া করছিল। সেই সময় লরিটি পুলিশের ভ্যানে ধাক্কা মারে। তখনই গাড়ি থেকে পুলিশ কর্মীরা ও চালক নেমে পড়েন। অভিযোগ, সেই সময় পুলিশের গাড়ি চালককে পিষে দিয়ে পালিয়ে যায় লরিটি। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনই গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি দুজনের চিকিৎসা চলছে।

পুলিশ সূত্রে খবর, মৃত পুলিশের গাড়ি চালকের নাম সহদেব প্রধান। রেয়াপাড়ার বাসিন্দা। বয়স ২৫ বছর। তিনি রেয়াপাড়া থানার গাড়ি চালাতেন। বাড়িতে বৃদ্ধা মা এবং ভাই রয়েছেন। সঠিক তদন্তের দাবিতে রেয়াপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রের সামনে স্থানীয়রা বিক্ষোভ দেখায়। ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় রাজনীতির রং লেগেছে। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গরু পাচার রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ!
  • প্রাণ গেল পুলিশের গাড়ি চালকের।
  • বৃহস্পতিবার ভোর সাড়ে চারটে নাগাট পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ঘটনাটি ঘটে।
Advertisement