shono
Advertisement

রাস্তা থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় বৃদ্ধা, ঘর খুঁজে দিল হ্যাম রেডিও

রেডিও ক্লাব কর্তৃপক্ষ ও প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন বৃদ্ধার ছেলে।  
Posted: 07:31 PM Jul 06, 2019Updated: 08:54 PM Jul 06, 2019

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: মাস দুয়েক আগে বনগাঁর সুভাষপল্লি এলাকার রাস্তা থেকে উদ্ধার হয়েছিলেন এক বৃদ্ধা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে যে নাম, ঠিকানা পাওয়া গিয়েছিল, একাধিকবার সেখানে খোঁজ করা হলেও কারও হদিশ মেলেনি। অবশেষে স্থানীয় কয়েকজন যুবক ও হ্যাম রেডিওর হাত ধরে পরিবারের খোঁজ পেলেন বৃদ্ধা। দীর্ঘদিন পর কাছের মানুষদের সংস্পর্শ পেয়ে বাঁধ মানল না বৃদ্ধার চোখের জল।

Advertisement

[আরও পড়ুন: মূক ও বধির ছাত্রীকে লাগাতার ধর্ষণ, অপরাধ ঢাকতে নির্যাতিতাকে অপহরণ]

জানা গিয়েছে, বৃদ্ধার নাম উমা বিশ্বাস। হুগলির বৈঁচি গ্রামের বাসিন্দা তিনি। মাস দুয়েক আগে আহত অবস্থায় বনগাঁর সুভাষপল্লি এলাকার রাস্তা থেকে তাঁকে উদ্ধার করেছিলেন কয়েকজন যুবক। তাঁরাই বৃদ্ধাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভরতি করেন। চিকিৎসা শুরুর পর থেকেই বৃদ্ধার কাছে তাঁর নাম, পরিচয় ও ঠিকানা জানতে চান চিকিৎসক ও উদ্ধারকারী যুবকেরা। নিজের নাম, ঠিকানা তাঁদের জানান বৃদ্ধা।
কিন্তু নাহ, একাধিকবার সেই ঠিকানায় গিয়েও কাউকে খুঁজে পাননি উদ্ধারকারীরা। এরপর হাসপাতালে বিষয়টি জানানো হলে, হাসপাতাল কর্তৃপক্ষও বৃদ্ধার পরিবারের সন্ধান পাওয়ার চেষ্টা করেন। খালি হাতে ফিরতে হয় তাঁদেরও। একপ্রকার ব্যর্থ হয়েই উদ্ধারকারী যুবকেরা মহকুমা শাসকের দ্বারস্থ হন। তিনি গোটা বিষয়টি জানান পশ্চিমবঙ্গ ব়েডিও ক্লাবে। তাঁদের সাহায্য চান৷

পশ্চিমবঙ্গ হ্যাম রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাসের কথায়, ‘সবটা জানার পর আমরা বৃদ্ধার সঙ্গে কথা বলি৷ তাঁর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নিজেদের মতো করে বৃদ্ধার পরিবারের সদস্যদের খোঁজ শুরু করি৷ হুগলির বৈঁচিতে বৃদ্ধার নাতির খোঁজ মেলে। নাতির সূত্র ধরেই বৃদ্ধার ছেলে ও পুত্রবধূর সন্ধান পাওয়া যায়।’ তাঁদের সবটা জানান হ্যাম রেডিওর সদস্যরা৷ এরপর শনিবার বৃদ্ধাকে ফিরিয়ে নিয়ে যেতে হাসপাতালে পৌঁছান ছেলে, বউমা ও নাতি। পরিবারের সদস্যদের দেখেই কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধা। দীর্ঘদিন পর মাকে ফিরে পেয়ে উদ্ধারকারী যুবক, হ্যাম রেডিও ক্লাব কর্তৃপক্ষ ও প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন বৃদ্ধার ছেলে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement