নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: মাস দুয়েক আগে বনগাঁর সুভাষপল্লি এলাকার রাস্তা থেকে উদ্ধার হয়েছিলেন এক বৃদ্ধা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে যে নাম, ঠিকানা পাওয়া গিয়েছিল, একাধিকবার সেখানে খোঁজ করা হলেও কারও হদিশ মেলেনি। অবশেষে স্থানীয় কয়েকজন যুবক ও হ্যাম রেডিওর হাত ধরে পরিবারের খোঁজ পেলেন বৃদ্ধা। দীর্ঘদিন পর কাছের মানুষদের সংস্পর্শ পেয়ে বাঁধ মানল না বৃদ্ধার চোখের জল।
[আরও পড়ুন: মূক ও বধির ছাত্রীকে লাগাতার ধর্ষণ, অপরাধ ঢাকতে নির্যাতিতাকে অপহরণ]
পশ্চিমবঙ্গ হ্যাম রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাসের কথায়, ‘সবটা জানার পর আমরা বৃদ্ধার সঙ্গে কথা বলি৷ তাঁর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নিজেদের মতো করে বৃদ্ধার পরিবারের সদস্যদের খোঁজ শুরু করি৷ হুগলির বৈঁচিতে বৃদ্ধার নাতির খোঁজ মেলে। নাতির সূত্র ধরেই বৃদ্ধার ছেলে ও পুত্রবধূর সন্ধান পাওয়া যায়।’ তাঁদের সবটা জানান হ্যাম রেডিওর সদস্যরা৷ এরপর শনিবার বৃদ্ধাকে ফিরিয়ে নিয়ে যেতে হাসপাতালে পৌঁছান ছেলে, বউমা ও নাতি। পরিবারের সদস্যদের দেখেই কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধা। দীর্ঘদিন পর মাকে ফিরে পেয়ে উদ্ধারকারী যুবক, হ্যাম রেডিও ক্লাব কর্তৃপক্ষ ও প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন বৃদ্ধার ছেলে।
