নিরুফা খাতুন: রবিবার সকাল থেকে কালো মেঘে মুখ ঢেকেছে আকাশ। শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। নতুন সপ্তাহেও চলবে বৃষ্টি। শ্রাবণের শেষ সপ্তাহে ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা। বলছে হাওয়া অফিস। সোম থেকে বুধবার কয়েকটি জেলায় চলবে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গেও হবে ভারী বৃষ্টি।
মৌসুমী অক্ষরেখা ধীরে ধীরে উত্তর দিকে এগোচ্ছে। ইতিমধ্যেই অনেকটা উত্তরে সরে বহরমপুরের উপর দিয়ে বাংলাদেশ হয়ে মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার প্রভাবে উপরের দিকে জেলাগুলিতে সোম ও মঙ্গলবার অতিভারী বৃষ্টি চলবে। সপ্তাহ ভর দক্ষিণবঙ্গ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী বুধবার পর্যন্ত কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে।
[আরও পড়ুন: দিনপ্রতি ৭০০ টাকা ভাতায় বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, বিজ্ঞপ্তি ঘিরে বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়]
বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায়। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়। বুধবারেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহজুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে।
উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ ও দুই দিনাজপুরে। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। সোমবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং ও উত্তর দিনাজপুর জেলাতে। মঙ্গলবারে অতি ভারী বৃষ্টি হবে পার্বত্য এলাকা দার্জিলিং এবং কালিম্পং জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে। শনিবার থেকে বৃষ্টি পরিমাণ কমবে উত্তরবঙ্গে।
