ব্রতীন দাস, শিলিগুড়ি: বসন্ত উৎসবের আবিরে এবার বাসন্তী গাঁদার সুবাস৷ সঙ্গে কিছুটা অবাক করেই বাজারে বেলপাতার আবির। এবার দোলে এই দুই ভেষজ আবিরেই বাজিমাত বন দফতরের৷ তাদের তৈরি এই আবির বাজারে যেন ‘হটকেক’৷
পছন্দের মেয়েকে বিয়ে করতে মেনে চলুন এগুলি
বন দফতরের নন টিম্বার ফরেস্ট প্রোডিউস ডিভিশনের তৈরি এই আবির বিকোচ্ছে হু-হু করে৷ চাহিদা এতটাই যে, সর্বত্র সরবরাহ করা যাচ্ছে না৷ ডিভিশনের শিলিগুড়ির রেঞ্জার দেবনারায়ণ শাহ জানিয়েছেন, এবার বাজারে তাঁরা বাসন্তী গাঁদা-র হলুদ রংয়ের আবির এনেছেন৷ সঙ্গে রয়েছে বেলপাতার সবুজ আবির৷ কমলা গাঁদা দিয়ে তৈরি হয়েছে কমলা আবির৷ ভেজাল ঠেকাতে ও গুণমান বজায় রাখতে প্যাকেটজাত করে বিক্রি করা হচ্ছে এই আবির৷
কাজ করুন দিক মেনে, তাতেই আসবে সাফল্য
গাঁদাফুলের পাপড়ি কিংবা বেলপাতা শুকিয়ে গুঁড়ো করে, ট্যালকম পাউডার ও সুগন্ধি মিশিয়ে তৈরি হয়েছে আবির৷ কয়েক বছর ধরে এই ভেষজ আবির তৈরি করে চলেছে বন দফতর৷ গত বছর প্রায় পাঁচ কুইণ্টাল আবির তৈরি হয়েছিল৷ বিক্রি হয়েছে ১৩০ টাকা কেজি দরে৷ এবার সাড়ে ছয় কুইণ্টাল তৈরি হয়েছে৷ দাম রাখা হয়েছে ১৪০ টাকা প্রতি কেজি৷ বনজের শিলিগুড়ির ছ’টি বিক্রয়কেন্দ্র ও দফতরের নিজস্ব কার্যালয় থেকে এই আবির বিক্রি করা হচ্ছে। দাম বাড়লেও চাহিদায় ঘাটতি নেই৷ স্বাস্থ্য ও পরিবেশ বন্ধু হওয়ায় অনেকেই এই আবির কিনতে চাইছেন৷ বনকর্তারা বলছেন, আরও অনেক বেশি আবির তৈরির ইচ্ছে ছিল৷ কিন্তু যতটা ফুলের জোগানটা মাথায় রেখে যতটা সম্ভব আবির তৈরি করেছেন তাঁরা৷ প্রচুর চাহিদা থাকায় কোনও গ্রাহককেই বেশি পরিমাণে দেওয়া হচ্ছে না।
ছেলে ‘দেশদ্রোহী’, জঙ্গি সইফুল্লাহর লাশ নিতে অস্বীকার বাবার
The post এবার দোলে বাজার মাতাবে বেলপাতার আবির appeared first on Sangbad Pratidin.
