নন্দন দত্ত, সিউড়ি: স্বাধীনতা দিবসের (Independence Day)আগে দূরপাল্লার ট্রেন থেকে উদ্ধার হল একাধিক আগ্নেয়াস্ত্র। বৃহস্পতিবার রাতে সাঁইথিয়া স্টেশনে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটি কামরায় তল্লাশি চালিয়ে দুটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার হয়েছে। সেই ব্যাগগুলি খুলে দেখা যায়, ১২টিরও বেশি রিভলভার (Rivolver)রয়েছে তাতে। তবে কে বা কারা এই আগ্নেয়াস্ত্র নিয়ে দূরপাল্লার ট্রেনে সফর করছিল, তা জানা যায়নি এখনও। কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে এই ঘটনার পর বীরভূম (Birbhum) জেলার প্রতিটি রেল স্টেশনে নজরদারি বাড়ানো হয়েছে।

আগামী সপ্তাহেই স্বাধীনতা দিবস। তার আগে গোটা রাজ্যেই চলছে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিভিন্ন রেল স্টেশন (Rail Stations)-সহ জনবহুল এলাকাগুলিতে জোরদার তল্লাশি চলছে। সেই অনুযায়ী বীরভূমের বিভিন্ন স্টেশনেও দূরপাল্লার ট্রেনগুলিতে রেল পুলিশ (RPF) তল্লাশি চালাচ্ছে। বৃহস্পতিবার সাঁইথিয়া স্টেশনে দাঁড়ানো ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তল্লাশি চালানো হয়। একটি কামরায় দুটি পরিত্যক্ত ব্যাগ থেকে উদ্ধার হয় ১২টির বেশি রিভলভার। রেল পুলিশ সূত্রে খবর, বিহারের (Bihar) মুঙ্গের থেকে অস্ত্র উত্তরবঙ্গে পাচারের জন্য এই দূরপাল্লা ট্রেন ব্যবহার করে থাকে পাচারকারীরা। স্বাধীনতা দিবসের আগে এই ট্রেনেও সেভাবেই অস্ত্র পাচার হচ্ছিল বলে অনুমান।
[আরও পড়ুন: আর থাকছে না ‘ঔপনিবেশিক’ IPC! বদলে ‘ভারতীয় ন্যায় সংহিতা’ আনছে মোদি সরকার]
এর আগেও সাঁইথিয়া-সহ জেলার একাধিক স্টেশনে অস্ত্র উদ্ধার হয়েছে। কিন্তু স্বাধীনতা দিবসের আগে কেন এত অস্ত্র কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার করা হল, তা রেল পুলিশের পাশাপাশি খতিয়ে দেখছে জেলা পুলিশও। এই ঘটনার পর আরও নজরদারি বাড়ানো হয়েছে স্টেশনগুলিতে। সকালে কুকুর দিয়ে সিউড়ি-সহ একাধিক স্টেশনে তল্লাশি চালানো হয়।