shono
Advertisement
Budge Budge IOCL plant

বজবজের আইওসি প্ল্যান্টে চালক ও খালাসিদের ধর্মঘট ঘিরে ধুন্ধুমার, ভাঙচুর বাইক, নামল RAF

হাতাহাতি চলাকালীন একের পর এক গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস ছেড়ে দেওয়া হয়।
Published By: Subhajit MandalPosted: 10:54 PM Jul 01, 2025Updated: 10:54 PM Jul 01, 2025

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: বজবজের আইওসি বটলিং প্ল্যান্টে গাড়ির খালাসি ও চালকদের ধর্মঘটকে কেন্দ্র করে উত্তেজনা। কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের সময় বচসা এবং বিক্ষোভ ধুন্ধুমার পরিস্থিতি। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নামানো হল RAF।

Advertisement

গাড়ির খালাসি ও চালকরা গত শনিবার থেকে দুই চালককে বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার ও লোডিং-আনলোডিংয়ে বকেয়া টাকা পরিশোধ-সহ বেশ কিছু দাবিদাওয়া নিয়ে আন্দোলন ও ধর্মঘট করছিলেন। চালকদের ধর্মঘটের জেরে প্ল্যান্ট থেকে গাড়ি না বেরোনোয় অসুবিধায় পড়ছিলেন গ্রাহকরা। মঙ্গলবার সন্ধ্যেয় প্ল্যান্টের তৃণমূলের ইউনিয়নের এক প্রতিনিধি দল ওই চালক এবং খালাসিদের সঙ্গে আলোচনা করে ধর্মঘট তুলে নিতে বলে। কিন্তু তাতে চালক ও খালাসিরা রাজি না হওয়ায় দুপক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন। বেশ কয়েকটি মোটরবাইকও ভাঙচুর করা হয়।

অভিযোগ ওই হাতাহাতি চলাকালীন একের পর এক গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস ছেড়ে দেওয়া হয়। যার জেরে ধোঁয়াচ্ছন্ন হয়ে যায় এলাকা। সামান্য আগুনের ফুলকি পড়লেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠলে বজবজ থানার বিশাল বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহেশতলা থানা থেকেও পরে পুলিশ বাহিনী আসে। নামানো হয় র‍্যাফও। এলাকা এখনও থমথমে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বজবজের আইওসি বটলিং প্ল্যান্টে গাড়ির খালাসি ও চালকদের ধর্মঘটকে কেন্দ্র করে উত্তেজনা।
  • কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের সময় বচসা এবং বিক্ষোভ ধুন্ধুমার পরিস্থিতি।
  • শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নামানো হল RAF।
Advertisement