shono
Advertisement

মহিলা কামরায় শোভা পাচ্ছে প্রকৃতির সৌরভ, কেন এমন পদক্ষেপ রেলের?

রেলের এই উদ্যোগে খুশি মহিলা যাত্রীরাও৷ The post মহিলা কামরায় শোভা পাচ্ছে প্রকৃতির সৌরভ, কেন এমন পদক্ষেপ রেলের? appeared first on Sangbad Pratidin.
Posted: 01:11 PM Aug 09, 2018Updated: 01:41 PM Aug 09, 2018

সুব্রত বিশ্বাস: অর্ধেক আকাশ জুড়ে তুমি৷ শরীর ও মনে তোমারই অবস্থান৷ নারী ব্যতীত সমাজের অবস্থান অস্তিত্বহীন৷ তাই মেয়েদের সম্ভ্রম রক্ষা থেকে নিরাপত্তা সবদিকেই কড়া নজরদারি ভারতীয় রেলের৷ নারীদের কথা ভেবেই এবার এক অভিনব উদ্যোগ নিল রেলের শিয়ালদহ ডিভিশন৷ লেডিজ স্পেশ্যাল ট্রেনের কামরাগুলিতে শিল্পীর তুলিতে ফুটিয়ে তোলা হল প্রকৃতির সৌরভ৷ কামরার ভিতরে গাছপালা, নদীনালা ও ফুলের ছবিতে ভরিয়ে দেওয়া হচ্ছে৷

Advertisement

[শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূ খুন, চাঞ্চল্য সুভাষগ্রামে]

রেলের ডিভিশনাল এক কর্তার কথায়, কামরার ভিতর বিসদৃশ্য পোস্টার লাগানো হয়৷ যা অত্যন্ত কদর্য ও বিপথগামী করে তোলে মহিলাদের৷ নিঃসঙ্গ মহিলারা বিপথগামী হতে পারেন এই সব বিভ্রান্তিকর পোস্টারে৷ এই ধরনের পোস্টার যাতে মহিলা কামরায় লাগানো না যায় সে কারণেই মহিলাদের কামরাগুলিকে সুন্দর ছবিতে ভরিয়ে তোলা হচ্ছে৷ ফলে ছবির উপর পোস্টার লাগাতে ভয় পাবেন সকলেই৷ শিয়ালদহের সিনিয়র ডিসিএম চিত্তরঞ্জন ঝা বলেন, প্রাথমিকভাবে দুটি মহিলা কোচে এই সৌন্দর্যায়ন করা হয়েছে৷ হালকা রং এবং প্রাকৃতিক শোভা ভাল লাগবে মহিলাদের৷ এছাড়া কিছু অপ্রয়োজনীয় পোস্টার কামরায় লাগানোর প্রবণতাও এভাবে আটকানো সম্ভব বলেই আশা রেল কর্তৃপক্ষের৷ বারাসত ইয়ার্ডে এই সৌন্দর্যায়নের কাজ চলছে৷ শিয়ালদহের ডিসিএম কৌশিক মিত্র আগেই জানিয়েছিলেন, বুধবার থেকেই এই কোচগুলি আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করবে৷ নির্ধারিত সময়সূচির কোনও অন্যথা হয়নি৷ পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বুধবার থেকেই এই কোচগুলির পথ চলা শুরু হয়৷

[নিজের হাতে বাঁশের শববাহী খাটিয়া বানিয়ে আত্মঘাতী বৃদ্ধ]

রেলের এই উদ্যোগে খুশি মহিলা যাত্রীরাও৷ শিয়ালদহ ডিভিশন মহিলাদের কথা ভেবে যে এমন উদ্যোগ নিয়েছে, তা মহিলা যাত্রীদের কাছে যথেষ্ট প্রশংসনীয়৷ দমদমের বাসিন্দা শ্রীময়ী সরকার বলেন,‘‘এটি খুবই ভাল উদ্যোগ৷ তবে তা কতদিন স্থায়ী হবে, সেটাই এখন ভাবার বিষয়৷ সুন্দরকে অসন্দুর করতে আমরা দক্ষ৷ সেক্ষেত্রে তার ব্যতিক্রম হবে কী?’’

[ডিজিটাল ইন্ডিয়ায় বাংলার ৪৩৭টি গ্রাম মোবাইলহীন!]

The post মহিলা কামরায় শোভা পাচ্ছে প্রকৃতির সৌরভ, কেন এমন পদক্ষেপ রেলের? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement