shono
Advertisement

বারুইপুরে অমিতের সভা ঘিরে অনিশ্চয়তা, অনুমতি প্রত্যাহার জমির মালিকের

শাসকদলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ গেরুয়া শিবিরের৷ The post বারুইপুরে অমিতের সভা ঘিরে অনিশ্চয়তা, অনুমতি প্রত্যাহার জমির মালিকের appeared first on Sangbad Pratidin.
Posted: 11:30 AM May 13, 2019Updated: 05:25 PM May 13, 2019

রূপায়ণ গঙ্গোপাধ্যায় ও দেবব্রত মণ্ডল: বারুইপুরে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের জনসভা ঘিরে অনিশ্চয়তা৷ সূত্রের খবর, সোমবার যে জমিতে শাহের জনসভা করার কথা ছিল, রবিবার রাতে থানায় গিয়ে সভার অনুমতি প্রত্যাহার করে নেন সেই জমির মালিক৷ বিষয়টিতে তৃণমূলের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব৷

Advertisement

[ আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা অব্যাহত, রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল ]

নির্বাচনী প্রচারে বারবারই এরাজ্যে আসছেন মোদি-শাহরা৷ সোমবার এরাজ্যে তিনটি জনসভা করার কথা রয়েছে অমিত শাহের৷ প্রথমটি ক্যানিংয়ে, দ্বিতীয়টি বারুইপুরে ও তৃতীয়টি রাজারহাটে৷ কিন্তু বারুইপুরে সীতাকুণ্ডুর জনসভাটি ঘিরেই তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা৷ সূত্রের খবর, প্রথমে অনুমতি দিলেও, রবিবার রাতে স্থানীয় থানায় গিয়ে সেই জনসভা ও হেলিপ্যাড তৈরির অনুমতি প্রত্যাহার করেন ওই জমির মালিক৷ প্রত্যাহারের কারণ সম্পর্কে এখনও কোনও স্পষ্ট তথ্য জানা যায়নি৷ তবে বিষয়টিতে তৃণমূলের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে জেলা বিজেপি নেতৃত্ব৷ তাঁদের বক্তব্য, রাজ্যে বিজেপির উত্থানে ভীত শাসকদল৷ ওই জমির মালিককে ভয় দেখিয়ে অনুমতি প্রত্যাহার করিয়েছে৷ আপাতত জনসভা বাতিল বলেই জানান বিজেপির দক্ষিণ ২৪ পরগণা (পশ্চিম) সাংগঠনিক জেলার সভাপতি সুনীত দাস৷ তাঁর বক্তব্য, বারুইপুরে সভাস্থল ও হেলিপ্যাডের অনুমতি মেলেনি। ফলে সেখানে অমিত শাহর সভা না হওয়ার সম্ভাবনাই বেশি। হেলিপ্যাডের অনুমতি নেই, তাই ওখানে অমিত শাহকে নিয়ে গিয়ে রোড-শো করানো যাবে না। পার্টির তরফে আলোচনা চলছে বিকল্প উপায় বের করার।

[ আরও পড়ুন: মেয়ে ফিরবে, আশায় ভোটের লাইনে জঙ্গলমহলের মাওনেত্রীর মা ]

রাজ্য বিজেপি সূত্রে খবর, রোববার রাত থেকেই বিজেপির সর্বভারতীয় সভাপতি কলকাতায় রয়েছেন৷ এই জটিলতার বিষয়টি তাঁকে জানান হয়েছে৷ এখনও কোনও পরবর্তী পরিকল্পনা তৈরি হয়নি৷ শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা জানান, এভাবে বিজেপিকে রোখা যাবে না৷ জনসভা না হলেও, দল যে কর্মীদের হতাশ করবে না সেই ইঙ্গিতও দেন তিনি৷ প্রয়োজনে সেখানকার কর্মীদের সঙ্গে বৈঠক করতে পারেন অমিত শাহ, এমনই জানা গিয়েছে বিজেপির একটা সূত্রে মারফৎ৷ মিটিং-মিছিলকে কেন্দ্রে করে শাসকদলের সঙ্গে গেরুয়া শিবিরের দ্বৈরথ নতুন নয়৷ নির্বাচন ঘোষণার আগে থেকেই এই ছবি ধরা পড়েছে রাজ্য রাজনীতিতে৷ আগে একাধিকবার শাসকদলের বিরুদ্ধে সভার অনুমতি না দেওয়ার অভিযোগ করা হয়েছে বিজেপির তরফে৷ মোদি-শাহরা প্রকাশ্য জনসভায় মমতা সরকারের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন৷ যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ১৯ মে যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হতে চলেছে৷ তার আগে এই ঘটনা, রাজ্যে রাজনীতিতে নয়া উত্তেজনা সৃষ্টি করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷

ছবি: বিশ্বজিৎ নস্কর

The post বারুইপুরে অমিতের সভা ঘিরে অনিশ্চয়তা, অনুমতি প্রত্যাহার জমির মালিকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement