shono
Advertisement
Cooch Behar

জ্বলছে দু'চোখ, অন্ধকারে দাঁড়িয়েছে চারপেয়ে, আতঙ্কে কাঁটা কোচবিহারবাসী

কী বলছে বনদপ্তর?
Published By: Tiyasha SarkarPosted: 10:20 AM Jun 06, 2025Updated: 10:34 AM Jun 06, 2025

বিক্রম রায়, কোচবিহার: জ্বলছে দু'চোখ। অন্ধকারে দাঁড়িয়ে চারপেয়ে। গভীর রাতে এই দৃশ্য দেখে বাঘের আতঙ্কে কাঁটা কোচবিহারের বাসিন্দারা। যদিও পরবর্তীতে জানা যায়, প্রাণীটি চিতাবাঘ। তাকে খাঁচাবন্দি করতে ময়দানে বনদপ্তরের আধিকারিকরা।

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধে নাগাদ কোচবিহার ১ নম্বর ব্লকের ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের চন্দিশাল এলাকার বাসিন্দাদের মুখে মুখে ছড়িয়ে পড়ে যে, গ্রামে দেখা গিয়েছে বাঘ। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় এলাকায়। একজন দাবি করেন তিনি বাঘ চাক্ষুষ করেছেন। অনেকে সোশাল মিডিয়ায় এই সংক্রান্ত পোস্ট করেন। সেখানে দেখা যায়, একটি বাড়ির এক কোণায় দাঁড়িয়ে চারপেয়ে। অন্ধকারে জ্বলছে তার দু'চোখ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বনদপ্তরে। পরবর্তীতে জানা যায়, বাঘ নয়, প্রাণীটি চিতাবাঘ।

ইতিমধ্যেই চিতাবাঘটিকে খাঁচাবন্দি করার চেষ্টা শুরু করেছে বনদপ্তরের আধিকারিকরা। আতঙ্কে ঘর থেকে বেরচ্ছেন না অনেকেই। তবে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিটি গতকালের সন্ধেরই কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এবিষয়ে বনদপ্তরের এক আধিকারিক বলেন, "বিষয়টি জানতে পেরেই টিম তৈরি করে পাঠিয়ে দেওয়া হয়েছে। যদিও রাতে চিতাবাঘ দেখার সম্ভাবনা খুবই কম। শুক্রবার সকালে যাতে চিতাবাঘটিকে খুঁজে বার করা যায়, তার জন্য স্টাফ ও ঘুমপাড়ানো গুলি ছোড়া টিম রেডি করা আছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জ্বলছে দু'চোখ। অন্ধকারে দাঁড়িয়ে চারপেয়ে।
  • গভীর রাতে এই দৃশ্য দেখে বাঘের আতঙ্কে কাঁটা এলাকার বাসিন্দারা।
  • যদিও পরবর্তীতে জানা যায়, প্রাণীটি চিতাবাঘ। তাকে খাঁচাবন্দি করতে ময়দানে বনদপ্তরের আধিকারিকরা।
Advertisement