shono
Advertisement

‘হিন্দুরা অনেক মরেছে, আরও কিছু মরুক!’ফের বেফাঁস মন্তব্য দিলীপ ঘোষের

কৃষ্ণনগরে দলের হারে বেজায় ক্ষুদ্ধ বিজেপি রাজ্য সভাপতি, দেখুন ভিডিও। The post ‘হিন্দুরা অনেক মরেছে, আরও কিছু মরুক!’ ফের বেফাঁস মন্তব্য দিলীপ ঘোষের appeared first on Sangbad Pratidin.
Posted: 10:12 AM Jul 10, 2019Updated: 10:12 AM Jul 10, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  যাঁরা ভোট দিয়েছেন শুধু তাঁদের নয়, যাঁরা ভোট দেননি, তাঁদেরকেও সঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু, উলটো ছবি এ রাজ্যে। একটি আসনে ভোটে হেরে এতটাই ক্ষেপে গিয়েছেন যে, এলাকার মানুষকে আর ‘মায়া-দয়া’ দেখাতে রাজি নন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দলের কর্মীদের তাঁর নির্দেশ, ‘একটু নির্মম হোন। হিন্দুরা অনেক মরেছে, আরও কিছু মরুক!’  দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

[আরও পড়ুন: কাটমানি ইস্যুতে এবার কাঠগড়ায় সায়ন্তন, বসিরহাটে পোস্টার বিজেপি কর্মীদের]

এবারের লোকসভা ভোটে বাংলায় অভাবনীয় ফল করেছে বিজেপি। ১৮টি আসনে জিতে রাজ্যের শাসকদলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে গেরুয়া শিবির। অনেকে ভেবেছিলেন, নদিয়ার কৃষ্ণনগর আসনটিও তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নেবে বিজেপি। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি। জেলার রানাঘাট লোকসভা কেন্দ্রে হারলেও, কৃষ্ণনগর থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিও স্পষ্ট দেখা যাচ্ছে, দলের কর্মীর সঙ্গে কথা বলছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কর্মীদের কাছে তাঁর প্রশ্ন, ‘কৃষ্ণনগরে বিজেপি হারল কেন?’ এক কর্মী উত্তর দিচ্ছেন, ‘সংগঠন ছিল না।’ বিজেপি রাজ্য সভাপতি পালটা প্রশ্ন, ‘সংগঠন কি আমি গিয়ে করব?’  দলের কর্মী যখন বললেন, ‘আমরা করছি’,  তখন মেজাজ আরও চড়ল দিলীপ ঘোষের। ভিডিওটিতে বিজেপি রাজ্য সভাপতিকে বলতে শোনা যায়, ‘কোনও মায়া নেই। কৃষ্ণনগরের মানুষদের প্রতি কোনও মায়া নেই। ওঁরা জলুবাবুকে হারিয়েছে। আবার কল্যাণকেও হারাল। কীসের জন্য কাজ করব আমরা? পাশেই (রানাঘাট) দেখুন, আড়াই লক্ষ ভোটে জিতিয়েছে।’  এরপর নির্দেশের সুরে স্থানীয় বিজেপি কর্মীদের দিলীপ ঘোষ বলেন, ‘একটু নির্মম হোন। হিন্দু অনেক মরেছে। আরও কিছু মরুক।’

বঙ্গ রাজনীতিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে বিতর্ক নতুন নয়। বরং একাধিকবার প্রকাশ্যে বেফাঁস মন্তব্য করেছেন তিনি। কিন্তু যাঁদের নিয়ে বা যাঁদের জন্য দিলীপবাবুরা রাজনীতি করেন বলে দাবি তোলেন, তাঁদের সম্পর্কেই এমন মন্তব্য কেন? প্রশ্ন রাজনৈতিক মহলের।

দেখুন ভিডিও:

The post ‘হিন্দুরা অনেক মরেছে, আরও কিছু মরুক!’ ফের বেফাঁস মন্তব্য দিলীপ ঘোষের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement