shono
Advertisement
Dilip Ghosh

'উৎপাত ঠান্ডা করার ব্যবস্থা জানা আছে', ভোটের মুখে ফের বেলাগাম দিলীপ

তৃণমূলের ধরনা নিয়ে দিলীপের খোঁচা, "যারা কাকার বাড়ি, মেসোর বাড়ি যাচ্ছে তাঁদের মানুষের কাছে যাওয়ার মুখ নেই। নির্বাচন কামিশনে গিয়ে ধরনা দিতে হচ্ছে। আমরা সকাল থেকে মানুষের সামনে আছি।"
Posted: 11:52 AM Apr 10, 2024Updated: 07:59 PM Apr 10, 2024

অর্ক দে, বর্ধমান: স্বমেজাজে দিলীপ ঘোষ। উৎপাত ঠান্ডা করতে লাঠি বের করার হুঁশিয়ারি দিলেন বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। যা নিয়ে স্বাভাবিকভাবেই দানা বেঁধেছে বিতর্ক।

Advertisement

নিজের মন্তব্যের জন্য বরাবরই বিতর্কে জড়ান দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ভোটের প্রচারেও তার অন্যথা হল না। কখনও তৃণমূলকে আক্রমণ, কখনও আবার সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করছেন। যার জেরে তৃণমূল দিলীপ ঘোষের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থও হয়েছে। তাতেও থামছেন না তিনি। অন্যান্যদিনের মতোই বুধবার সকালে বর্ধমান-দুর্গাপুর লোকসভা(Lok Sabha 2024) এলাকায় মর্নিং ওয়াক করেন দিলীপ ঘোষ। চা চক্রেও যোগ দেন তিনি। এবার সেখান থেকেই বেফাঁস দিলীপ। এদিন স্টিক নিয়ে প্রশ্ন করা হলে বিদায়ী সাংসদ জানান, তাঁর গাড়িতে স্টিক রয়েছে। উৎপাত হলে প্রয়োজনে বের করবেন। এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল।

[আরও পড়ুন: ছত্তিশগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, মৃত অন্তত ১২, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর]

এদিন ভূপতিনগর বিস্ফোরণ ইস্যুর পরিপ্রেক্ষিতে তৃণমূলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ভূপতিনগর প্রসঙ্গ বলতে গিয়ে বর্ধমানের খাগড়াগড় প্রসঙ্গ তোলেন তিনি। বলেন, অপরাধীদের উল্লেখযোগ্য শাস্তি দিতে হবে। দিলীপের কথায়, পুলিশ মানুষকে ভরসা দিতে পারছে না বলেই ইডি, সিবিআইকে আসতে হচ্ছে। ধরনা নিয়ে দিলীপের খোঁচা, "যারা কাকার বাড়ি, মেসোর বাড়ি যাচ্ছে তাঁদের মানুষের কাছে বেরনোর মুখ নেই। নির্বাচন কামিশনে গিয়ে ধরনা দিতে হচ্ছে। আমরা সকাল থেকে মানুষের সামনে আছি।"

[আরও পড়ুন: প্রচারে বেরিয়ে মহিলাদের চুমু, পিঠে হাত খগেনের! বিজেপি প্রার্থীর কাণ্ডে বিতর্ক তুঙ্গে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্বমেজাজে দিলীপ ঘোষ।
  • উৎপাত ঠান্ডা করতে লাঠি বের করার হুঁশিয়ারি দিলেন বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
  • যা নিয়ে স্বাভাবিকভাবেই দানা বেঁধেছে বিতর্ক।
Advertisement