shono
Advertisement
Abhishek Banerjee

ঝড়বৃষ্টির মাঝে নামতে পারল না চপার, বাতিল জনসভা, ভারচুয়ালি প্রচার অভিষেকের

Published By: Sucheta SenguptaPosted: 02:38 PM May 09, 2024Updated: 04:16 PM May 09, 2024

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ভর দুপুরে আকাশ কালো করে আচমকাই প্রবল ঝড়বৃষ্টি। কলকাতা ও জেলাগুলিতে টানা কয়েকঘণ্টা ধরে কার্যত দুর্যোগ। আর এই দুর্যোগ কাঁটা হয়ে দাঁড়াল লোকসভা ভোটের প্রচারে। ঝড়ঝঞ্ঝার জেরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা অন্যতম তারকা প্রচারক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার অবতরণ করতে পারল না। ফলে বাতিল জনসভা। তার বদলে ভারচুয়ালি ভোটের প্রচার করবেন অভিষেক। বৃহস্পতিবার তৃণমূলের তরফে প্রেস বিবৃতি দিয়ে এমনই জানানো হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার বীরভূমের (Birbhum) তৃণমূল প্রার্থী শতাব্দী রায় এবং বর্ধমান পূর্বের শর্মিলা সরকারের সমর্থনে জোড়া সভা করার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। প্রথমটি হওয়ার কথা ছিল রামপুরহাটের বিনোদপুর মাঠে। দ্বিতীয় সভাস্থল ছিল কালনার বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠ মাঠ। কিন্তু এদিন দুপুর ১২টা থেকেই প্রবল ঝড়বৃষ্টি (Rain) শুরু হয় এবং টানা বজ্রপাত, বৃষ্টি চলতে। সেই দুর্যোগের মাঝে পড়ে অভিষেকের চপার অনেকক্ষণ অপেক্ষার পরও সভাস্থলের কাছে তৈরি হেলিপ্যাডে নামতে পারেনি। ফলে জনসভা করতে পারছেন না তিনি। তবে তার জন্য গোটা প্রচার অনুষ্ঠান বাতিল হয়নি। প্রকাশ্য জনসভার বদলে ভারচুয়ালি (Virtual Meeting) দলীয় প্র্রার্থীদের হয়ে ভোটপ্রচার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: অভিযোগকারীরা বিজেপির মুখোশ খুলে দিচ্ছে! সন্দেশখালি কাণ্ডে এবার তৃণমূলের পাশে কংগ্রেস]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঝড়ঝঞ্ঝার জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার অবতরণে সমস্যা, বাতিল নির্বাচনী জনসভা।
  • বীরভূম এবং বর্ধমান পূর্বের দলীয় প্রার্থীদের হয়ে তিনি ভারচুয়াল প্রচার সারলেন।
Advertisement