shono
Advertisement

কেন্দ্রীয় বাহিনীর দাবিতে জেমুয়ায় গ্রামবাসীদের বিক্ষোভ, লাঠিচার্জ পুলিশের

বুথ দখলের অভিযোগ সিপিএমের বিরুদ্ধে৷ The post কেন্দ্রীয় বাহিনীর দাবিতে জেমুয়ায় গ্রামবাসীদের বিক্ষোভ, লাঠিচার্জ পুলিশের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:23 AM Apr 29, 2019Updated: 10:12 AM Apr 29, 2019

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: চতুর্থ দফার ভোটগ্রহণ শুরু হতেই তীব্র উত্তেজনা আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত জেমুয়ায়৷ প্রায় একঘণ্টারও বেশি সময় পর শুরু হয় ওই কেন্দ্রের ভোটগ্রহণ৷ কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা৷ পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় লাঠিচার্জ করতে বাধ্য হন পুলিশ আধিকারিকরা৷ নিরাপত্তা বাহিনীর সঙ্গে খণ্ডযুদ্ধ চলে গ্রামবাসীদের৷ বুথ দখলের অভিযোগ ওঠে সিপিএমের বিরুদ্ধে৷ এলাকার পরিস্থিতি এখনও উত্তপ্ত৷ 

Advertisement

[ আরও পড়ুন: লোকসভা ভোট LIVE: কাজ করছে না তৃণমূলের বোতাম, ভোট দিতে পারলেন না খোদ বিধায়ক]

গ্রামবাসীদের বক্তব্য, গত এক সপ্তাহ ধরে এলাকায় রুটমার্চ করছিল কেন্দ্রীয় বাহিনী৷ কমিশনের তরফে তাঁদের ভরসা দেওয়া হয়েছিল, সুষ্ঠু ও অবাধ নির্বাচন করানোর৷ কিন্তু সোমবার সকালে ভোটগ্রহণ শুরু হতে জেমুয়ার ভাদুবালা বিদ্যাপীঠে গিয়ে অন্য ছবি দেখতে পান ভোটাররা৷ তাঁরা জানান, ওই স্কুলে সাতটি বুথ রয়েছে৷ তারমধ্যে পাঁচটি বুথে রয়েছে মাত্র পাঁচজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান৷ জানা গিয়েছে, এই ভোটগ্রহণ কেন্দ্রের এই চিত্র দেখেই ক্ষিপ্ত হয়ে যান সাধারণ ভোটাররা৷ তাঁদের অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে ওই এলাকায় ব্যাপক সন্ত্রাস হয়েছিল৷ সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল৷ কেউ ভোট দিতে পারেননি৷ ফলে এবার তাঁরা ভোটাধিকার প্রয়োগের আশা করেছিলেন৷ কিন্তু তাঁদের দাবি মেনে বুথে যথেষ্ট পরিমাণ কেন্দ্রীয় বাহিনী দেয়নি কমিশন৷ তাঁদের আশঙ্কা, সকাল গড়িয়ে দুপুর হলেই এলাকার পরিস্থিতি আবারও পঞ্চায়েত ভোটের মতোই হয়ে যাবে৷ সন্ত্রাসের ছায়া নেমে আসবে এলাকায়৷

[ আরও পড়ুন: গণতন্ত্রেই আস্থা, ভোটের আবহে চনমনে শান্তিনিকেতনের ‘ভালবাসা’]

স্থানীয় সূত্রে খবর, বুথের এই চিত্র দেখার পরই ক্ষোভ ফেটে পড়েন গ্রামবাসীরা৷ তাঁরা স্কুলের গেট বন্ধ করে দেন৷ বিক্ষোভ দেখাতে থাকেন বুথের বাইরে৷ আসানসোল-দূর্গাপুরের ডিসি ওয়ান পূর্ব অভিষেক মোদির নেতৃত্বে ঘটনাস্থলে আসে আসানসোল টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী৷ তাঁদেরকে ঘিরেও বিক্ষোভ দেখান কয়েকশো গ্রামবাসীরা৷ ঘটনার সময় বুথের ভিতরেই ছিলেন ভোটকর্মীরা৷ এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যখন সেখানে আসেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের তৃণমূল সভাপতি সুজিত মুখোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, সিপিএম-বিজেপির উসকানির ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে৷ ১১২টা বুথে ভোটগ্রহণ শুরু হয়নি৷ অন্যদিকে, ভোটারদের চপ মুড়ি বিতরণ করে প্রভাবিত করার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। আসানসোল লোকসভার অন্তর্গত লাউদোহা ব্লকের বৈদ্যনাথপুর পঞ্চায়েতের কলেজ পাড়ায় ঘটনাটি ঘটেছে৷ ভোটারদের প্রভাবিত করতেই শাসকদল এই চপ-মুড়ি বিতরণ করছে বলে অভিযোগ করেছে বিজেপি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতারা৷।

ছবি ও ভিডিও: উদয়ন গুহ রায়

The post কেন্দ্রীয় বাহিনীর দাবিতে জেমুয়ায় গ্রামবাসীদের বিক্ষোভ, লাঠিচার্জ পুলিশের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement