shono
Advertisement
MAKAUT

হেনস্তা নয়! নকল করতে গিয়ে ধরা পড়ায় 'আত্মঘাতী' ছাত্রী, সাফাই ম্যাকাউটের ভারপ্রাপ্ত উপাচার্যের

মঙ্গলবার হরিণঘাটায় এসে পৌঁছিয়েছেন মৃত ছাত্রীর বাবা-মা।
Published By: Subhankar PatraPosted: 06:45 PM Feb 11, 2025Updated: 07:05 PM Feb 11, 2025

সুবীর দাস, কল্যাণী: পরীক্ষা কেন্দ্রে নকল করতে গিয়ে শিক্ষকের হাতে ধরা পড়েছিলেন।  তাঁকে বকাবকি করেন শিক্ষক। অপমান বোধে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ছাদ থেকে ঝাঁপ দেন ছাত্রী। সোমবার হরিণঘাটা ম্যাকাউট বিশ্ববিদ্যালয়ের মাস্টার ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী সায়নী সেনের 'আত্মহত্যা' ঘটনায় এমনই দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য তাপস চক্রবর্তী।

Advertisement

সোমবার ছাত্রীর মৃত্যুর পরই বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রছাত্রীরা। মঙ্গলবার সকালেও গেট বন্ধ রেখে একইভাবে প্রতিবাদ চলতে থাকে পড়ুয়াদের। ছাত্রছাত্রীদের অভিযোগ, ২৪ ঘণ্টা অ্যাম্বুল্যান্স পরিষেবা নেই মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এই দাবিতে একাধিকবার আন্দোলন করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত তা কার্যকর হয়নি। ২৪ ঘণ্টা অ্যাম্বুল্যান্স পরিষেবা থাকলে ওই ছাত্রীর মৃত্যু হত না বলে মনে করছেন পড়ুয়াদের একাংশ।ছাত্রী মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য তাপস চক্রবর্তী বলেন, "সোমবারের পরীক্ষায় ছাত্রীটি সম্ভবত নকল করছিলেন। সেই সময় শিক্ষকের হাতে ধরা পড়েন। তাঁর অপমান বোধ মনে হওয়ার পর ঘর থেকে বেরিয়ে যান। শুনেছি তারপর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে অ্যাকাডেমিক ভবনের পিছন থেকে পাওয়া যায়।" বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা গিয়েছে, পড়ুয়াদের চব্বিশ ঘণ্টা অ্যাম্বুল্যান্স পরিষেবার দাবি খুব দ্রুততার সঙ্গে পূরণ করার প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে মঙ্গলবার হরিণঘাটায় এসে পৌঁছিয়েছেন মৃত ছাত্রীর বাবা-মা। তাঁরা হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে আসার পর ওই ছাত্রীর মৃতদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয় কল্যাণীর জেএনএম হাসপাতালে। তবে মৃত ছাত্রীর পরিবারের সদস্যরা কোনও বিষয়ে মুখ খুলতে চাননি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নকল করতে গিয়ে শিক্ষকের হাতে ধরা পড়েছিলেন। তাঁকে বকাবকি করেন শিক্ষক। অপমান বোধ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ছাদ থেকে ঝাঁপ দেন ছাত্রী।
  • হরিণঘাটা ম্যাকাউট বিশ্ববিদ্যালয়ের মাস্টার ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী সায়নী সেনের 'আত্মঘাতী'র ঘটনায় এমনই দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য তাপস চক্রবর্তী।
  • এদিকে মঙ্গলবার হরিণঘাটায় এসে পৌঁছিয়েছেন মৃত ছাত্রীর বাবা-মা।
Advertisement