সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল নৈহাটি এবং গঙ্গার ওপাড়ে চুঁচুড়ার বিস্তীর্ণ এলাকা। কারও বাড়িতে উড়ে গিয়েছে টিনের চাল আবার কারও বাড়ির দেওয়ালে ধরেছে চিড়। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে সাহায্য করা হবে বলেই ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে যাবেন ফরেনসিক আধিকারিকরা।
বৃহস্পতিবার দুপুরে বাজি নিষ্ক্রিয় করার কাজ চলছিল নৈহাটির ছাইঘাটে। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা। চুঁচুড়াতে একাধিক বাড়ির দেওয়ালে ধরে ফাটল। বিস্ফোরণের তীব্রতায় কারও বাড়ির টিনের চালও উড়ে গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। যথোপযুক্ত ব্যবস্থাপনা না নিয়ে বাজি নিষ্ক্রিয় করা হচ্ছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সেই অভিযোগে পরপর দু’টি পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। নৈহাটির CAA বিরোধী সভা চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছয় বিস্ফোরণের ঘটনা। প্রায় সঙ্গে সঙ্গেই স্থানীয় বিধায়ক পার্থ ভৌমিককে ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে সরেজমিনে খতিয়ে দেখার নির্দেশ দেন। এছাড়াও সভামঞ্চ থেকে আর্থিক সাহায্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “জলে ফেলে বাজি নিষ্ক্রিয় করা হচ্ছিল। সেই সময় বিস্ফোরণ হয়। কয়েকটি বাড়িতে চিড় ধরেছে। বিধায়ক পার্থ ভৌমিককে পাঠিয়েছি। ডিএমকে বলেছি ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে। নিশ্চিন্ত থাকুন সাহায্য করা হবে।”
মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রামঘাট সংলগ্ন বাড়িগুলি পরিদর্শনে যান বিধায়ক পার্থ ভৌমিক। স্থানীয়দের সঙ্গে কথাও বলেন তিনি। তিনি জানান, “কয়েকদিন ধরে বাজেয়াপ্ত করা বাজি নিষ্ক্রিয় করা হচ্ছিল। কিন্তু কীভাবে এত বড় বিস্ফোরণ ঘটল, তা বুঝতে পারছিনা। পুরো ঘটনাই তদন্তসাপেক্ষ।” নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় যদিও বম্ব স্কোয়াডের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “এই ঘটনা অবাঞ্ছিত, অপ্রত্যাশিত। পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দিয়েছেন স্থানীয়দের। একজন সাব ইনস্পেক্টর জখম হয়েছেন। তিনি হাসপাতালে ভরতি। বম্ব স্কোয়াডের দায়িত্বে বাজি নিষ্ক্রিয় করা হচ্ছিল। তা সত্ত্বেও কেন পুলিশকে আক্রমণ করা হল আমি বুঝতে পারলাম না।”
[আরও পড়ুন: ‘আন্দোলনের নামে একদল তাণ্ডব করছে’, CAA বিরোধী সভায় বাম-কংগ্রেসকে তোপ মমতার]
যদিও বাজি নিষ্ক্রিয় করার ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগে সরব স্থানীয়রা। কেন কোনও পরিকল্পনা ছাড়াই ঘন জনবসতিপূর্ণ এলাকায় বোমা নিষ্ক্রিয় করার কাজ চলছিল তা নিয়ে প্রশ্ন ওঠে। তবে বারাকপুরের সিপি মনোজ ভার্মা স্থানীয়দের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি বলেন, “প্রচুর পরিমাণ বিস্ফোরক ছিল। কত পরিমাণে ছিল তা নির্দিষ্ট করে বলতে পারব না। তিনদিন ধরে নিষ্ক্রিয় করার কাজ হয়েছে। আর একদিনই বাকি ছিল। সেটা করতে গিয়েই সমস্যা হল। দু’টি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। দু’টিতে ভাঙচুর করা হয়েছে। চারজন পুলিশকর্মী জখম হয়েছেন। কারা হামলা চালাল খতিয়ে দেখা হচ্ছে।”
এদিকে, এই ঘটনায় আশঙ্কাপ্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তড়িঘড়ি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা উচিত বলেই টুইট করেন তিনি।
দেখুন ভিডিও:
The post নৈহাটি বিস্ফোরণে উড়ল টিনের চাল-ফাটল দেওয়ালে, ক্ষতিগ্রস্তদের সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
