সুমিত বিশ্বাস, পুরুলিয়া: রাঙামাটি সফরে মঙ্গলবার পুরুলিয়ায় পা রেখেই প্রশাসনিক বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে একশো দিনের কাজ, মিশন নির্মল বাংলা-সহ জেলার পর্যটনে আরও উন্নয়ন আলোচনা হয়। জঙ্গলমহলের নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা অযোধ্যা পাহাড়ের পর্যটনে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। শহরের বেলগুমা পুলিশ লাইনে এই বৈঠকের পরই তিনি পুরুলিয়া জেলা প্রশাসনের উদ্যোগে হিন্দিভাষীদের সম্মেলনেও যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
[পায়রা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু, এলাকায় উত্তেজনা]
মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ পুরুলিয়া বেলগুমা পুলিশ লাইনের হেলিপ্যাডে পা রাখেন মুখ্যমন্ত্রী। তারপরই সেখানকার কনফারেন্স হলে শুরু হয় বৈঠক। ওই বৈঠকে ছিলেন সাংসদ ও পুরুলিয়া জেলায় শাসকদলের পর্যবেক্ষক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন একাধিক দফতরের সচিব, পুলিশ কর্তারা-সহ পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের মন্ত্রী শান্তিরাম মাহাতো, অনগ্রসর শ্রেণিকল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু ও পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। রাঙামাটির জেলা পুরুলিয়া মুখ্যমন্ত্রীর দু’দিনের সফর শুধু প্রশাসনিক নয়, বুধবার বলরামপুরে দলীয় জনসভায় হাজির থাকবেন মুখ্যমন্ত্রী। তাঁর পরবর্তী গন্তব্য বাঁকুড়া। শালতোড়ায় পুরুলিয়া ও বাঁকু়ড়া দুই জেলারও প্রশাসনিক জনসভা হবে। উন্নয়ন নিয়েও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
এদিন পুরুলিয়া শহরের বেলগুমা পুলিশ লাইনে বৈঠকের পর বৈঠক হিন্দিভাষীদের একটি জনসভায় যান মুখ্যমন্ত্রী। পুরুলিয়া শহরের উপকণ্ঠে শিমুলিয়ায় উইলকক্স রোডের ব্যাটারি গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় সম্মেলনটি। মুখ্যমন্ত্রীর কাছে জেলার পর্যটন, হাসপাতাল, পরিত্যক্ত বিমানবন্দর চালু-সহ একাধিক দাবি পেশ করেন পুরুলিয়ার হিন্দিভাষী বাসিন্দারা।
[ চটুল গানের সুরে স্বল্পবসনাদের নাচ, তাল কাটল শান্তিপুরের ভাঙারাসে]
The post এবার অযোধ্যা পাহাড়ের পর্যটনে জোর মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
