সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: প্ল্যাটফর্ম থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল উলুবেড়িয়ার ফুলেশ্বরে। মৃত ব্যক্তির নাম স্বপন কুমার হালাদার (৫০)। বাড়ি বেহালায়। সম্ভবত ট্রেনে চড়ে কোথাও যাচ্ছিলেন ওই ব্যক্তি। অসুস্থ বোধ করায় ফুলেশ্বর স্টেশনে নেমে পড়েন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্ল্যাটফর্মে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। গোটা ঘটনায় রেলপুলিশের বিরুদ্ধে গাফিলতের অভিযোগ এনেছেন নিত্যযাত্রীরা।
[ডোমকলে সম্প্রীতির নজির, শিবভক্তদের সেবায় রেজাউল-আলমরা]
জানা গিয়েছে, মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ ফুলেশ্বর স্টেশনের দু’নম্বর প্ল্যাটফর্মে যাত্রীদের বসার জায়গায় শুয়েছিলেন স্বপনবাবু। ট্রেন ধরতে এসে যাত্রীরা সেই দৃশ্য দেখতে পান। প্রথমে সবাই ভেবেছিলেন ঘুমিয়ে রয়েছেন ওই ব্যক্তি। কিন্তু দীর্ঘক্ষণ কেটে গেলেও ওই ব্যক্তির কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। চিন্তিত নিত্যযাত্রীরা সঙ্গে সঙ্গেই রেলপুলিশকে খবর দেন। অভিযোগ, দীর্ঘক্ষণ কেটে গেলেও ঘটনাস্থলে কোনও পুলিশ আসেনি। এনিয়ে শোরগোল শুরু হওয়ার পর পুলিশ আসে। ভদ্রলোকের গায়ে হাত দিতেই বোঝা যায় গোটা শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। পরিচয় জানতে পকেটে হাতড়ানো হয়। বেরিয়ে আসে মোবাইল ফোন। সুইচ অন করে মোবাইলে ফোনে থাকা নির্দিষ্ট নম্বরে কল করতেই মৃত ভদ্রলোকের নাম ও ঠিকানা জানা যায়। বেহালার বাড়িতে খবর দেওয়া হয়েছে। এরপর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।
[ফের বিনা চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ, জলপাইগুড়ি হাসপাতালে ধুন্ধুমার]
The post প্ল্যাটফর্মে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত প্রৌঢ়, চাঞ্চল্য ফুলেশ্বরে appeared first on Sangbad Pratidin.
