আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: ভোটের নির্ঘন্ট ঘোষণার পরের দিনই মাও পোস্টার পড়ল রেল স্টেশন ও লাগোয়া জনবহুল এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার সোদপুর স্টেশন সংলগ্ন এলাকায় লোকসভা ভোট বয়কটের ডাক দিয়ে পোস্টার দিয়েছে মাওবাদীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্ল্যাটফর্মের আশেপাশে প্রায় সর্বত্রই লাগানো হয়েছিল পোস্টার। ঘটনায় মুখে কুলুপ প্রশাসন ও রেল পুলিশের কর্তাদের।
পর্যটকদের গাড়ির পিছনে ছুটছে গজরাজ, ভিডিও দেখলে আঁতকে উঠবেন
রবিবার বিকেলেই লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। এর ঠিক পরের দিন অর্থাৎ সোমবার সকালেই সোদপুরের স্টেশনে মাও পোস্টার নজরে পড়ে স্থানীয়দের। পোস্টার পড়েছে সোদপুর স্টেশনের ১ নম্বর প্লাটফর্ম লাগোয়া অটো স্ট্যান্ড , রিকশা স্ট্যান্ড ও স্টেশন সংলগ্ন হাউজিং-এও।বিষয়টি প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। জানা গিয়েছে, ভোট বয়কটের ডাক দিয়েই পোস্টার গুলো লাগানো হয়েছিল। ছাপানো পোস্টারগুলোর নিচে লেখা রয়েছে ভারতের কমিউনিস্ট পার্টি( মাওবাদী) । খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়দহ থানার পুলিশ। রেলপুলিশ ও খড়দহ থানার পুলিশ পোস্টার গুলি ছিঁড়ে ফেলে। তবে তাতে মানুষের আতঙ্ক কমেনি। তবে এবিষয়ে মুখ খুলতে নারাজ পুলিশ প্রশাসন।
[ সংকট মেটাতে সৌরশক্তির মাধ্যমে জল সরবরাহ খরাপ্রবণ তপন ব্লকে ]
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোমবার ভোরের দিকে এক ব্যক্তিকে হাতে পোস্টার নিয়ে ওই এলাকায় আসতে দেখেন তাঁরা। তাঁকে সোদপুর স্টেশন ও লাগোয়া বিভিন্ন জায়গায় পোস্টার লাগাতেও দেখেছেন অনেকেই। কিন্তু প্রথমে কেউ বিষয়টিতে তেমন আমল দেননি। বেলা বাড়াতেই ঘটনাটি পরিষ্কার হয়। গত বছর নভেম্বর মাসেও সোদপুর স্টেশনে মাও পোস্টার পড়েছিল। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। আতঙ্ক ছড়িয়েছিল স্থানীয়দের মধ্যে। বারবার কেন সোদপুর স্টেশনকেই লক্ষ্য করছে মাও সংগঠন। তা নিয়ে উঠছে প্রশ্ন।
The post ভোট বয়কটের ডাক দিয়ে মাও পোস্টার, চাঞ্চল্য সোদপুরে appeared first on Sangbad Pratidin.
