সংবাদ প্রতিবাদ ডিজিটাল ডেস্ক: হাড়হিম হত্যা কাণ্ড উত্তর ২৪ পরগনার হাসনাবাদে। বাড়ি থেকে কিছুটা দূরে পুকুর পাড় থেকে উদ্ধার শিশুকন্যার দেহ। ছ'বছরের শিশুকন্যাকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল পিসতুতো নাবালক দাদার বিরুদ্ধে। তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম সায়মা খাতুন। সে হাসনাবাদ থানার রামেশ্বরপুরের মনোহরপুর গ্রামের বাসিন্দা। প্রথম শ্রেণির পড়ুয়া সায়মাকে তার বাড়ির পাশেই পিসির বাড়ি নিয়ে যাওয়ার নাম করে, ডেকে নিয়ে যায় তারই পিসির ছেলে আরিফ গাজি। পরে আরিফ ফিরে এলেও সিয়ামাকে পাওয়া যায়নি।
এরপরই হাসনাবাদ থানায় নিখোঁজ ডায়রি করে শিশুর পরিবার। পুলিশ তদন্তে নেমে আরিফকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে নাবালক সায়মাকে খুন করে বাড়ির কিছু দূরে একটি পুকুরের পাড়ে পুঁতে দিয়েছে। পুলিশ রবিবার ভোরে ওই পুকুর পাড় থেকে শিশুকন্যার দেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
কী কারণে সায়মাকে খুন করা হল? তার উপর যৌন নির্যাতন চালানো হয়েছে কি না? এই খুনের পিছনে আরও কেউ জড়িত আছে কিনা জানার চেষ্টা করছে পুলিশ।