সুমন করাতি, হুগলি: পুজোর (Durga Puja 2023) মধ্যে দুষ্কৃতী দৌরাত্ম্য আরও বাড়ছে হাইওয়েতে। বৃহস্পতিবার ভোরে ক্লান্ত হয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে লরি দাঁড় করিয়ে বিশ্রাম নিচ্ছিলেন এক লরিচালক। অভিযোগ, কিছুক্ষণ পর তাঁকে ঘিরে ধরে কয়েকজন দুষ্কৃতী। অস্ত্র দেখিয়ে তাঁর থেকে আড়াই লক্ষ টাকা ছিনতাই করে পালায়। নিকটবর্তী ধাবার মালিক সঙ্গে সঙ্গে গুড়াপ থানায় খবর দেন। পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে ছিনতাইবাজদের গাড়ি তাড়া করে দুজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা। উৎসবের মরশুমে দুষ্কৃতী দৌরাত্ম্য রুখতে এভাবেই সক্রিয়তা বাড়াচ্ছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটে। এক লরিচালক ক্লান্ত হয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের (Durgapur Expressway) ধারে বসিপুরে একটি ধাবায় তাঁর লরিটিকে থামান। কিছুক্ষণের মধ্যে চারজন দুষ্কৃতী হাতে অস্ত্র নিয়ে ওই লরির ড্রাইভারকে ঘিরে রাখে এবং তাঁর কাছে থাকা আড়াই লক্ষ টাকা ছিনতাই করে। অন্ধকারের সুযোগ নিয়ে তাঁরা মাঠ ধরে পালিয়ে যায়।
[আরও পড়ুন: অসুস্থ সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য, বসল পেসমেকার, আরোগ্য কামনায় কুণাল ঘোষ]
চালক পার্শ্ববর্তী ধাবার মালিক ছোট্টুর মাধ্যমে গুড়াপ (Gurap) থানার সঙ্গে যোগাযোগ করে ঘটনাটি জানান। কিছুক্ষণের মধ্যেই পুলিশের টহলদারি গাড়ি ঘটনাস্থলে ছুটে আসে। চালককে জিজ্ঞাসাবাদ করে দুষ্কৃতীদের বিবরণ জানতে থাকে। তাঁদের পালিয়ে যাওয়ার পথ ধরে পার্শ্ববর্তী জায়গায় দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাতে শুরু করে। প্রায় দীর্ঘক্ষণ অনুসন্ধান ও তল্লাশি চালানোর পর নিকটবর্তী শংকরপুর গ্রামের ঝোপ থেকে দুই ব্যক্তিকে পাকড়াও করে। তাদের কাছ থেকে লুট করা ১ লক্ষ ৭১ হাজার টাকা উদ্ধার করে। ইতিমধ্যেই কাছাকাছি গ্রামের মানুষজন, চাষিরা ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরাও পুলিশকে তল্লাশি অভিযানে সক্রিয়ভাবে সহযোগিতা করে।
[আরও পড়ুন: ষষ্ঠীর ভোরে অঘটন, সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা পুলিশকর্মীর]
গুড়াপ থানার পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে এবং বিচক্ষণতার পরিচয় দিয়ে লুট হওয়া আড়াই লক্ষ টাকার মধ্যে ১ লক্ষ ৭১ হাজার টাকা উদ্ধার করে। গ্রামবাসীরা পুলিশের এই তৎপরতায় অত্যন্ত খুশি হয়। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এই দুই দুষ্কৃতী দাগি আসামি এবং তাঁদের হুগলির বিভিন্ন থানায় অপরাধের রেকর্ড আছে। আইনি প্রক্রিয়া মেনে খুব শীঘ্রই লরি চালককে উদ্ধার করা টাকা ফেরত দেওয়া হবে। বাকি দুই আসামির খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে গুড়াপ থানা।