সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্ঘটনা কেড়ে নিয়েছে ফুটফুটে সন্তানকে। এসএসকেএমে কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন স্বামী। ছেলে তো আর ফিরবে না, স্বামী যেন দ্রুত ফিরে আসেন, সেই অপেক্ষাতেই সৌরনীলের মা দীপিকা সরকার (Dipika Sarkar)। ঘটনার পর প্রায় দুদিন পেরলেও এখনও কান্না থামছেই না মৃত খুদের মায়ের।
বাবার হাত ধরে স্কুলের পথে বেরিয়েছিল হরিদেবপুরের (Haridevpur) ছোট্ট সৌরনীল সরকার। একটা লরি বদলে গিয়েছে সরকার পরিবারের ছবিটা। চাকায় পিষে মৃত্যু হয়েছে দ্বিতীয় শ্রেণির পড়ুয়া সৌরনীলের। পায়ে গভীর ক্ষত নিয়ে হাসপাতালে ছাত্রের বাবা। ছেলের শেষকৃত্য মিটতেই দমদম ক্যান্টমেন্টে বাপের বাড়িতে চলে গিয়েছেন সৌরনীলের মা। সেখানে অবিরাম কেঁদে চলেছেন দীপিকাদেবী। কখন বলছেন, স্বামী কেন হাতটা শক্ত করে ধরল না ছেলের। কখনও আবার বলছেন, স্বামী দ্রুত ফিরে আসুন ঘরে। শুক্রবার সকালে ছেলের সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথা বারবার করে বলছেন তিনি। সৌরনীলের মৃত্যুর পর চৌরাস্তায় নিরাপত্তা বেড়েছে কয়েকগুণ। যদিও তা নিয়ে একেবারেই চিন্তিত নন দীপিকাদেবী। তাঁর কথায়, “লাভ কী! আমার সোনাই তো আর ফিরবে না।”
[আরও পড়ুন: কোচবিহারে নদীতে মিলল তরুণীর দেহ, খুন নাকি আত্মহত্যা? ক্রমশ ঘনাচ্ছে রহস্য]
এদিকে রবিবার থেকেই এসএসকেএমের ট্রমা কেয়ারে ভরতি সৌরনীলের বাবা সরোজ সরকার। তার পায়ে গভীর ক্ষত। সেই সঙ্গে রয়েছে মানসিক চাপ। চোখের সামনে ছেলের মৃত্যু মানতে পারছেন না তিনি। সবমিলিয়ে সরোজবাবুর অবস্থা বেশ আশঙ্কাজনক। শোনা যাচ্ছে, অস্ত্রোপচারে বাদ পড়তে পাড়ে পা। তবে শারীরিক অবস্থার খানিকটা উন্নতি না হলে অস্ত্রোপচার সম্ভব নয় বলেই খবর।
