বাবাকে বাঁচাতে গিয়ে মৃত্যু তরতাজা যুবকের। সোমবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
মৃতের নাম আবদুল কাদির। তাঁর বয়স ২২ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বাড়ির ছাদে ট্যাঙ্কের কাজ করছিলেন আবদুলের বাবা তদবীর শেখ। উপরেই ছিল ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার। ভাবতেও পারেননি কী ভয়ংকর বিপদ অপেক্ষায়। ট্যাঙ্কের কাজের সময়ই আচমকাই উপরের তারে তড়িদাহত হন তদবীর। বিষয়টা নজরে পড়তেই বাবাকে বাঁচাতে তড়িঘড়ি ছুটে যান আবদুল কাদির। কোনওকিছু না ভেবেই বাবাকে ধরেন তিনি। স্বাভাবিকভাবেই বাবাকে স্পর্শ করতেই তড়িদাহত হন যুবকও। কিছু বুঝে উঠার আগেই দু'জনই প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে ছিটকে পড়ে যান।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা কোনওক্রমে তাঁদের উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে আবদুল কাদিরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর আহত হয়ে আপাতত চিকিৎসাধীন বাবা তদবীর শেখ। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই পুলিশ আবদুলের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
