shono
Advertisement
Hooghly

বিয়ের ২ বছর পেরনোর আগেই পরকীয়ায় মজে স্বামী! প্রতিবাদ করায় 'খুন' বধূ

কলেজ পড়ার সময় ধনিয়াখালি থানার গোপীনগর এলাকার বাসিন্দা বাপন দুলের সঙ্গে পরিচয় হয় তরুণীর। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। প্রেমের সম্পর্কে জড়ায় তাঁরা।
Published By: Tiyasha SarkarPosted: 02:11 PM Jan 12, 2026Updated: 02:11 PM Jan 12, 2026

বিয়ের ২ বছর পেরনোর আগেই অন্য মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন স্বামী! জানাজানি হতেই প্রতিবাদে সোচ্চার হন স্ত্রী। সেই রাগেই স্ত্রীকে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল হুগলির তারকেশ্বরে। খবর পেয়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। এদিকে বেপাত্তা অভিযুক্ত যুবক।

Advertisement

জানা গিয়েছে, মৃতার নাম লক্ষ্মী দাস। হুগলির জাঙ্গিপাড়া থানার রাধানগরের বাসিন্দা তিনি। কলেজ পড়ার সময় ধনিয়াখালি থানার গোপীনগর এলাকার বাসিন্দা বাপন দুলের সঙ্গে পরিচয় হয় তরুণীর। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। প্রেমের সম্পর্কে জড়ায় তাঁরা। বছর দু'য়েক আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন লক্ষ্মী ও বাপন। বছরখানেক আগে তাঁদের একটি কন্যাসন্তানও হয়। এরপর থেকেই অশান্তির শুরু। অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন বাপন। লক্ষ্মী বিষয়টা টের পাওয়ায় দাম্পত্য কলহ চরমে ওঠে।

স্থানীয় সূত্রে খবর, লক্ষ্মী ও বাপনের মধ্যে অশান্তি লেগেই থাকত। স্ত্রীকে ওই যুবক মারধরও করতেন বলে অভিযোগ। এরই মাঝে রবিবার তরুণীর বাপের বাড়িতে জানানো হয়, তিনি অজ্ঞান হয়ে গিয়েছেন। তাঁকে তারকেশ্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেই মতো তরুণীর বাপের বাড়ির লোকেরা গিয়ে দেখেন পড়ে রয়েছে মেয়ের নিথর দেহ। অভিযোগ, বাপনই খুন করেছে লক্ষ্মীকে। খবর পেয়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। বাপনের খোঁজে চলছে তল্লাশি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement