shono
Advertisement
Lawrence Bishnoi Gang

খুন করে বাংলায় গা ঢাকা! হাওড়া স্টেশন চত্বর থেকে ধৃত পাঞ্জাবের কুখ্যাত তিন দুষ্কৃতী

কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তিন সদস্যকে পাকড়াও করল হাওড়া পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে তিনজনকে হাওড়া স্টেশন চত্বর থেকে গ্রেপ্তার করা হয়।
Published By: Kousik SinhaPosted: 03:26 PM Jan 12, 2026Updated: 07:20 PM Jan 12, 2026

পাঞ্জাবে এক কবাডি খেলোয়াড়কে গুলি করে খুনের ঘটনায় অভিযুক্ত হাওড়া স্টেশন চত্বর থেকে কুখ্যাত তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে পাঞ্জাব পুলিশ ও রাজ্য পুলিশের এসটিএফ হাওড়া স্টেশন চত্বর থেকে তিন দুষ্কৃতী করণ পাঠক, তরণদীপ সিং ও আকাশদীপ সিংকে গ্রেপ্তার করে। ধৃত তিনজন পাঞ্জাবের কুখ্যাত কওসার চৌধুরি গ্যাং বা রনিবাল গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

হাওড়া স্টেশন চত্বর থেকে ধৃত তিনজনই পাঞ্জাবের বাসিন্দা। জানা যায়, গত ১৫ ডিসেম্বর পাঞ্জাবের মোহালিতে কবাডি খেলোয়াড় রানা বালা চোরিয়াকে খুনের ঘটনায় অভিযুক্ত তিনজন। ঘটনার পর থেকেই বেপাত্তা ছিল। পুলিশ জানিয়েছে, প্রথমে গ্যাংটক পরে কলকাতায় তারা গা ঢাকা দিয়েছিল। তার পর হাওড়ায় এসে হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে চম্পট দেওয়ার পরিকল্পনা ছিল তিন জনের। আর তাই তিন দুষ্কৃতী হাওড়া স্টেশন চত্বরে একটি হোটেলে উঠেছিল বলে জানিয়েছে পুলিশ। কিন্তু পালানোর আগেই গোপন সূত্রে খবর পেয়ে তিন জনকে ধরে ফেলেন পুলিশ আধিকারিকরা। গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের এসটিএফ পাঞ্জাব পুলিশকে সঙ্গে নিয়ে ওই হোটেলে হানা দিয়ে তিন জনকে গ্রেপ্তার করে।

এদিন হাওড়া আদালতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাঞ্জাব পুলিশের ডিএসপি অপারেশন রাজেন সমুন্দর সিং বলেন, ‘‘পশ্চিমবঙ্গ পুলিশকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তাদের তৎপরতাতেই পাঞ্জাবের কুখ্যাত গ্যাংয়ের তিন দুষ্কৃতীকে আমরা ধরতে পেরেছি।’’

তিনি আরও বলেন, ‘‘তিন জনের মধ্যে কবাডি খেলোয়াড়কে গুলি চালায় করণ ও তরণদীপ। আকাশ এই ২ জনকে আগ্নেয়াস্ত্র দিয়ে সাহায্য করেছিলো। আমরা তিন জনকে তিন দিনের ট্রানজিট রিমান্ডে নিয়ে যাচ্ছি। এই তিন দুষ্কৃতী কওসার চৌধুরি গ্যাং বা বিহার গ্যাং বলে পরিচিত পাঞ্জাবের একটি গ্যাংয়ের সদস্য। এই তিন দুষ্কৃতীকে ধরার আগে এদের যারা আশ্রয় দিয়েছিলো, যারা গাড়ি দিয়ে সাহায্য করেছিলো অর্থাৎ যারা এই তিন জনকে খুনের ঘটনায় সাহায্য করেছে তাদের ৩ জনকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। এখন ধৃত এই তিন জনকে নিজেদের হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ তদন্ত চালাবে।’’

জানা যায়, এদিন ধৃত তিনজনকে ট্রানজিট রিমান্ডে নেওয়ার জন্য হাওড়া আদালতে পেশ করে পাঞ্জাব পুলিশ। হাওড়া আদালত তিন দিনের ট্রানজিট রিমান্ড দেয় ধৃতদের। জানা গিয়েছে, আজ মঙ্গলবার ধৃতদের নিয়ে পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দেবে পাঞ্জাব পুলিশ। তার পর পাঞ্জাবের মোহালি আদালতে ধৃতদের পেশ করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement