shono
Advertisement

৭০০ জন বৃদ্ধার পায়ে হাত দিয়ে প্রণাম করে বিজয়া সারলেন বিধায়ক

শাড়ি, চাদর ও নগদ টাকা উপহার৷ The post ৭০০ জন বৃদ্ধার পায়ে হাত দিয়ে প্রণাম করে বিজয়া সারলেন বিধায়ক appeared first on Sangbad Pratidin.
Posted: 09:46 AM Oct 21, 2018Updated: 10:24 AM Oct 21, 2018

বিপ্লব চন্দ্র দত্ত,কৃষ্ণনগর: ওঁরা অসহায়৷ ওঁদের নিজের বলে কেউই নেই৷ গোটা বছরের মতো পুজোর দিনগুলিও নতুন কোনও বার্তা নিয়ে আসে না ওঁদের কাছে৷ বয়সের ভারে ন্যুব্জ এই মানুষগুলিকে নিয়ে বিজয়া পালন করলেন নদিয়ার নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা৷ প্রতি বছরের মতো এবারও অসহায় ৭০০জন বৃদ্ধাকে নিয়ে একাদশীর দিনটি কাটালেন তিনি৷

Advertisement

[আকাশে সন্ধ্যা তারা ফুটলেই উমা পাড়ি দেন নাওভাঙা নদীতে]

নবদ্বীপ শহরের পোড়াঘাটের কাছে বড় ভজনাশ্রমে শনিবার ভিড় জমিয়েছিলেন বৃদ্ধারা। তাঁদের হাতে প্রত্যেকের হাতে থালা ভরতি মিষ্টি তুলে দেন শাসকদলের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা৷ দেওয়া হয় একটি শাড়ি, চাদর, গামছা ও নগদ টাকা। শুধু উপহার দেওয়াই নয়, ওই বৃদ্ধাদের পায়ে হাত দিয়ে প্রণাম করেন নবদ্বীপের বিধায়ক৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ পুরসভার ভাইস চেয়ারম্যান শচীন বসাক, বিডিও বরুণাশীস সরকার ও নবদ্বীপ থানার আইসি সুবীর পাল-সহ অনেকেই৷

[বিজয়ায় মিলন, ৬ মাস পর বাড়ি ফিরলেন মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ]

বয়সের ভারে ন্যুব্জ মানুষগুলিকে নিয়ে বিধায়কের এই ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন বৃদ্ধারা৷ বিজয়ায় প্রণাম পেয়ে খুশি হয়েছেন তাঁরা৷ নবদ্বীপের চর মাজদিয়ার বাসিন্দা সত্তরোর্ধ্ব গীতা দেবনাথ বলেন, ‘‘সারা বছর আমরা এই দিনটির অপেক্ষায় থাকি৷ কেননা সাতকূলে আমার কেউ নেই। জীবনধারণ করতে হয় ভজন আশ্রমে হরিনাম সংকীর্তণ করে৷ এখান থেকে যা পাই আর ভিক্ষা করে যা মেলে, সেই দিয়ে দিন চালাই৷ বিজয়ার প্রণামের পাশাপাশি শাড়ি, চাদর, মিস্টি আবার সঙ্গে টাকা পেয়ে আমার মন ভরে গেল৷’’ বছর আশির উমারানী ঘোষেরও বক্তব্য প্রায় একইরকম৷ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সংসার থেকে তাঁকে ব্রাত্য করে দিয়েছেন তাঁর ছেলে৷ তাই কান্নাভেজা চোখে তিনি বলেন, ‘‘ছেলে আমার থেকেও যেন নেই৷ প্রতি বছর ভাবি এবার হয়তো ছেলে এসে পুজোর সময় আমাকে শাড়ি দেবে৷ সেই আশায় বসে থাকি৷ কিন্তু কোনও বছরই ছেলে আসে না৷’’ তবে নিজের সন্তানের মতোই বিধায়ককেও ভাবতে শুরু করেছেন এই বৃদ্ধা৷ প্রাণ ভরে বিধায়ককে আশীর্বাদও করেন তিনি৷ 

[উমার বিদায়বেলায় হাজার টাকায় বিক্রি হল চুনোপুঁটি]

অবহেলিত, অসহায় বৃদ্ধাদের চোখের জল মুছিয়ে দিয়ে একটা দিন আনন্দ দিতে পারাই যেন বিধায়কের কাছে বড় চ্যালেঞ্জ৷ আর সেই চ্যালেঞ্জ জিতে খুশি হয়েছেন তিনি নিজেও৷ তিনি বলেন, ‘‘দুর্গা পুজোর সময় উৎসবের আনন্দে মেতে ওঠেন সকলেই৷ অথচ সমাজে অবহেলিত অসহায় বৃদ্ধাদের কথা কেউ মনে রাখে না। সেই সব বৃদ্ধা মায়েদের জন্য সামান্য একটু মিষ্টি ও কাপড় তুলে দিয়ে তাঁদের একটু হাসি মুখ দেখে আমার মন ভরে যায়৷ আমি এইদিনটির জন্য অপেক্ষা করি৷ ওঁদের আশীর্বাদই আমাদের পাথেয়৷’’

The post ৭০০ জন বৃদ্ধার পায়ে হাত দিয়ে প্রণাম করে বিজয়া সারলেন বিধায়ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement