shono
Advertisement

শূন্যে ভেসে সৈকত দর্শন, দিঘার আকর্ষণের কেন্দ্রে হট এয়ার বেলুন

২০০০ টাকায় হেলিকপ্টারেও উঠতে পিছপা হচ্ছেন না পর্যটকরা। The post শূন্যে ভেসে সৈকত দর্শন, দিঘার আকর্ষণের কেন্দ্রে হট এয়ার বেলুন appeared first on Sangbad Pratidin.
Posted: 06:42 PM Dec 24, 2017Updated: 01:12 PM Dec 24, 2017

রঞ্জন মহাপাত্র, দিঘা: সমুদ্রে স্নান করতে চাইলে একে ওকে ঠেলে নামতে হচ্ছে। বিচের ধারে বসার জায়গাগুলো মিউজিক্যাল চেয়ারের মতো। এই ছবি বুঝিয়ে দেয় ছুটির মরশুমে দিঘা কেন পর্যটকদের সবথেকে পছন্দের জায়গা। ক্রিসমাসের আগে একেবারে হাউসফুল। বাঙালির প্রিয় গন্তব্যে এবার বিনোদনের নতুন রং হট এয়ার বেলুন। সৈকতে এই প্রথম শূন্যে ভাসার সুযোগ পেয়ে পর্যটকদের আর পায় কে।

Advertisement

[সমুদ্রপাড়ে তাঁবুতে রাত্রিবাস, এমন দিঘা কখনও দেখেছেন?]

৪ হাজার মহিলার শঙ্খধ্বনিতে সূচনা হয়েছিল উৎসবের। বিচ ফেস্টিভ্যাল রঙিন করতে প্রশাসনের উদ্যোগের শেষ নেই। রাজস্থান থেকে আসা তাঁবু সৈকত শহরের রূপটা বদলে দিয়েছে। পাশাপাশি পর্যটকদের মনোরঞ্জনের জন্য আনা হয়েছে হট এয়ার বেলুন।  নিউ দিঘায় এই ভাসমান বেলুনে ২০ মিনিট চড়ার সুযোগ মিলছে। প্রায় ১০০ ফুট উঁচুতে উঠে বেলুনটি থেমে যাবে। উপর থেকে দেখা যাবে নিউ ও ওল্ড দিঘার বিস্তীর্ণ অংশ। এর জন্য টিকিটও খুব বেশি নয়। মাথাপিছু ৯৯৯ টাকা। যারা তাঁবুতে রয়েছেন সেই সমস্ত দম্পতিদের জন্য থাকছে বিশেষ ছাড়। একটি বেলুনে তিন থেকে পাঁচজন চড়তে পারে। সকাল ৯টা থেকে বেলুনে ভাসার সুযোগ রয়েছে। বিকেল সাড়ে চারটে পর্যন্ত চলছে এই বিনোদনের ব্যবস্থা। অ্যাডভেঞ্চার স্পোর্টস অবশ্য দিঘায় প্রথম নয়। এর আগে প্যারাগ্লাইডিং, প্যারাসেলিং দেখেছেন পর্যটকরা। এবারের হট বেলুনকে ঘিরে পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। অনেকেই লাইন দিয়ে আছেন একবার বেলুনে চড়বেন বলে। পাশাপাশি আগ্রহের কেন্দ্রে রয়েছে হেলিকপ্টারও। দিঘায় চপারে চেপে ২০ মিনিট বেড়ানোর সুযোগ রয়েছে। তবে এর জন্য অবশ্য গুনতে হবে ২০০০ টাকা।

[সৈকতে একসঙ্গে ৪ হাজার মহিলার শঙ্খধ্বনি, গিনেসে নাম চায় দিঘা]

অন্যান্য বছর বড়দিন ও নতুন বছরে ভিড়টা বেশি হয়। এবার ক্রিসমাসের আগের দিন রবিবার হওয়ায় একেবারে ভিড়ে ঠাসা দিঘা। শনিবার থেকে শুরু হয়েছে উইন্টার কার্নিভাল। যাকে ঘিরে উৎসাহীদের আগ্রহ চোখে পড়ার মতো। এখানে ৫০০ টাকার টিকিট কাটলে বিনোদনের হরেক ব্যবস্থা রয়েছে। অনুপম রায়ের গান শোনা যাবে। পাশাপাশি ড্রাগন ড্যান্স, রাশিয়ান ড্যান্সও চাক্ষুষ করার সুযোগ থাকছে। পকেট সায় দিলে রয়েছে অন্যান্য বিনোদনের ব্যবস্থা।

[ছুটিতে দিঘার হোটেলের ভাড়া আকাশছোঁয়া, কোন চক্র সক্রিয় জানেন?]

The post শূন্যে ভেসে সৈকত দর্শন, দিঘার আকর্ষণের কেন্দ্রে হট এয়ার বেলুন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement