shono
Advertisement
Operation Sindoor

ভারত-পাক অশান্তির মাঝেই দেশবিরোধী পোস্ট! যুবককে 'গণধোলাই' উত্তেজিত জনতার

গণপিটুনিতে অভিযুক্তদের খোঁজে শুরু তল্লাশি।
Published By: Tiyasha SarkarPosted: 03:45 PM May 13, 2025Updated: 03:45 PM May 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক অশান্তির মাঝেই দেশবিরোধী পোস্ট করার অভিযোগ। নজরে পড়তেই বারাসতের মাংস ব্যবসায়ীকে বেধড়ক মার উত্তেজিত জনতার। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা এলাকায়। আক্রান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। শুরু তদন্ত।

Advertisement

পহেলগাঁও হামলার পালটা অপারেশন সিঁদুরের পর থেকেই সোশাল মিডিয়ায় নানারকম ছবি, মিম ছড়াতে শুরু করে। কেন্দ্র ও রাজ্যের তরফে প্রত্যেককে সতর্ক করা হয়। নির্দেশিকা দিয়ে জানানো হয় কোন কোন ধরনের পোস্ট করলে শাস্তির মুখে পড়তে হতে পারে। তা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দেশবিরোধী পোস্টের অভিযোগ প্রকাশ্যে আসছে। সম্প্রতি উত্তর ২৪ পরগনার বারাসতের চাঁপাডালি মোড় এলাকার এক মাংস বিক্রেতা একটি দেশবিরোধী ছবি পোস্ট করেন।

বিষয়টি নজরে পড়তেই মঙ্গলবার সকালে উত্তেজিত জনতা ওই যুবকের দোকানে চড়াও হয়। প্রথমে জোরপূর্বক দোকান বন্ধ করানো হয়। এরপর অভিযুক্তকে গণধোলাই দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশ ছুটে যায়। কোনওক্রমে পুলিশ আক্রান্তকে উদ্ধার করে। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে বারাসাত থানায়। এদিকে গণপিটুনিতে অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারত-পাক অশান্তির মাঝেই দেশবিরোধী পোস্ট করার অভিযোগ। নজরে পড়তেই বারাসতের মাংস ব্যবসায়ীকে বেধড়ক মার উত্তেজিত জনতার।
  • ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা এলাকায়।
  • আক্রান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। শুরু তদন্ত।
Advertisement