shono
Advertisement

ফের নাগরিকপঞ্জির আতঙ্ক, হৃদরোগে আক্রান্ত হয়ে আলিপুরদুয়ারে মৃত্যু প্রৌঢ়ের

ভোটার কার্ড ও আধার কার্ডে নাম ভুল থাকায় চিন্তায় ছিলেন প্রৌঢ়। The post ফের নাগরিকপঞ্জির আতঙ্ক, হৃদরোগে আক্রান্ত হয়ে আলিপুরদুয়ারে মৃত্যু প্রৌঢ়ের appeared first on Sangbad Pratidin.
Posted: 11:56 AM Oct 15, 2019Updated: 11:56 AM Oct 15, 2019

রাজকুমার, আলিপুরদুয়ার: ফের রাজ্যে নাগরিকপঞ্জির আতঙ্কে মৃত্যু। এবার আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের শালকুমার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ১২/৬ নম্বর বুথের নতুন পাড়া এলাকায় নাগরিকপঞ্জির আতঙ্কে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। নাম সুলতান মিঞা (৪৫)। সোমবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়েছে।

Advertisement

[ আরও পড়ুন: তাড়া খেয়ে ঘুরে দাঁড়াল ক্ষিপ্ত দাঁতাল, হামলায় জখম পুরুলিয়ার ৮ বনকর্মী ]

এদিন রাতেই মৃতদেহ বাড়িতে আনা হয়েছে। সুলতানের বউদি হাসেনা খাতুন বলেন, “ভোটার কার্ড ও আধার কার্ডে নাম ভুল ছিল। সেই কারণে কিছুদিন ধরে প্রশাসনের দরজায় দরজায় ঘুরছিল ও। সব সময় মনমরা হয়ে থাকত। এদিন দুপুরে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়। কোচবিহারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সন্ধ্যায় মারা যায়।” নাগরিকপঞ্জির আতঙ্কেই তাঁর মৃত্যু বলে দাবি পরিবারের। শালকুমার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলু কার্জি বলেন, “বেশ কিছুদিন ধরে সুলতান নাগরিকপঞ্জির আতঙ্কে ভুগছিলেন। ওঁনার বাবার নাম একেক জায়গায় একেক রকম ছিল। নিজের নামেও ভুল ছিল। সেই কারণে ছুটোছুটি করছিল। আমার কাছেও এসেছিলেন। এমন মর্মান্তিক পরিণতি হবে ভাবতেই পারিনি। নাগরিকপঞ্জির আতঙ্কেই ওঁনার মৃত্যু হয়েছে।” এদিকে এই মৃত্যুর খবর শোনার পরই মৃত ব্যক্তির বাড়িতে ছুটে যান আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী। তিনি পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

[ আরও পড়ুন: বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, ঝলসে মৃত্যু মালিকের ]

এনিয়ে রাজ্যে এনআরসি আতঙ্কে মৃত্যু হয়েছে প্রায় ১০ জনের। আতঙ্ক দিনের পর দিন বাড়ছে। নয়াদিল্লি ও কলকাতার চলা রাজনৈতিক চাপানউতোরের উপর কড়া নজর রাখছে ঢাকা। বাংলায় এনআরসি হলে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’দের কথায় রাখা হবে? তাদের কি বাংলাদেশে ফেরত পাঠানো হবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ঢাকার নীতি নির্ধারকদের মাথায়। এদিকে, নাগরিকপঞ্জির জরিয়তে ‘অনুপ্রবেশকারী’ শনাক্ত করা গেলেও তাদের নিয়ে কী করা হবে, এই বিষয়ে নিরুত্তর নয়াদিল্লি।

The post ফের নাগরিকপঞ্জির আতঙ্ক, হৃদরোগে আক্রান্ত হয়ে আলিপুরদুয়ারে মৃত্যু প্রৌঢ়ের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার