shono
Advertisement

Breaking News

বিষমদ কাণ্ডের পর শান্তিপুরে পার্থ, মৃতদের পরিবারের পাশে রাজ্য

বিজেপি-র প্রতিনিধি দলকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের৷ The post বিষমদ কাণ্ডের পর শান্তিপুরে পার্থ, মৃতদের পরিবারের পাশে রাজ্য appeared first on Sangbad Pratidin.
Posted: 05:05 PM Nov 30, 2018Updated: 05:05 PM Nov 30, 2018

বিপ্লব দত্ত, নদিয়া: লাগাতার অভিযানে গ্রেপ্তার শান্তিপুর বিষমদ কাণ্ডের কিংপিন গণেশ হালদার৷ সরকারের আর্থিক সাহায্যের টাকাও পেয়ে গেলেন মৃতের পরিবারের লোকেরা৷ শুক্রবার শান্তিপুরে গিয়ে তাঁদের হাতে দু’লক্ষ টাকার চেক তুলে দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তাঁর সঙ্গে ছিলেন কারামন্ত্রী ও জেলার নেতা উজ্জ্বল বিশ্বাস৷ এদিকে শান্তিপুরে ঢোকার মুখে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ল বিজেপি প্রতিনিধি দল৷ কালো পতাকা দেখানো হল কৈলাশ বিজয়বর্গীয় এবং মুকুল রায়কে৷

Advertisement

[ মাকে দাহ করে এসে চোলাই মদের বিষে মৃত্যু ছেলের]

শান্তিপুর বিষমদ কাণ্ডে মৃতদের পরিবার পিছু দু’লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র৷ একযোগে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ও সিআইডি৷ বেআইনি চোলাই মদের কারবার রুখতে আবগারি দপ্তরকে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার বিষমদ কাণ্ডে অভিযুক্তদের ধরতে রাতভর অভিযান চলে শান্তিপুরে৷ শুক্রবার সকালে ধরা পড়ে চোলাই মদের কারবারের কিংপিন গণেশ হালদার৷ তদন্তকারীদের দাবি, গণেশের ঠেকে চোলাই মদ খেয়েই মারা গিয়েছেন ১২ জন৷ বেলায় শান্তিপুরে পৌঁছান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস৷ কারামন্ত্রী নদিয়া জেলারই বিধায়ক৷

শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন পার্থ চট্টোপাধ্যায়৷ কথা বলে হাসপাতালের সুপারের সঙ্গেও৷ হাসপাতাল থেকে নৃসিংহপুরের চৌধুরিপাড়ায় যান তিনি৷ বিষমদে মৃতদের পরিবারের হাতে দু’লক্ষ টাকার চেক তুলে দেন পার্থবাবু৷ মৃতদের একজনের বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে। বৃহস্পতিবার রাতে স্থানীয় জেলাশাসকের সঙ্গে রাজ্য সরকার যোগাযোগ করেছে বলে জানা গিয়েছে৷ শান্তিপুর বিষমদ কাণ্ডে এখনও পর্যন্ত গুরুতর অসুস্থ ২৮ জন৷ বৃহস্পতিবার সন্ধের পর থেকে আর কেউ মারা যাননি৷ ১০ জনকে কলকাতায় পাঠানোর ব্যবস্থা করেছেন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস৷ এদিকে শুক্রবার শান্তিপুরে যায় মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয়-সহ বিজেপির একটি প্রতিনিধি দলও৷ শহরে ঢোকার মুখে বিক্ষোভের মুখে পড়েন প্রতিনিধি দলের সদস্যরা৷ দেখানো হয় কালো পতাকা৷ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল ঘুরে চৌধুরিপাড়ায় যান বিজেপি নেতারা৷

ছবি: সঞ্জিত ঘোষ

[উলুবেড়িয়ায় চোলাই মদের কারবারীদের ত্রাস এই ‘বীরাঙ্গনা’ গৃহবধূ

The post বিষমদ কাণ্ডের পর শান্তিপুরে পার্থ, মৃতদের পরিবারের পাশে রাজ্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement