shono
Advertisement
Police attacked by goons

রাজ্যের দুই প্রান্তে 'আক্রান্ত' পুলিশ, বালি পাচার-মাটি চুরি রুখতে গিয়ে মার খেলেন উর্দিধারীরা!

বাঁকুড়া ও মুর্শিদাবাদের এই ঘটনায় উঠছে প্রশ্ন।
Published By: Paramita PaulPosted: 12:01 PM Mar 13, 2025Updated: 12:03 PM Mar 13, 2025

সাবির জামান ও অসিত রজক: বাঁকুড়ার পর এবার মুর্শিদাবাদ! ফের আক্রান্ত উর্দিধারী। বাঁকুড়ায় সোনামুখীতে বালি পাচারের বিরোধিতায় করায় ক্যাম্পে ঢুকে পুলিশকে পেটায় দুষ্কৃতীরা। এরপর বুধবার রাতে মাটি পাচার রুখতে গিয়ে আক্রান্ত হয় এক পুলিশ আধিকারিক ও এক সিভিক ভলান্টিয়ার। মাটি মাফিয়ারা পাথর ও হাঁসুয়া নিয়ে পুলিশের উপর হামলা চালায়। পরপর দুই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, আইনের রক্ষকরাই যদি নিরাপদ না হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবে তারা?

Advertisement

প্রথম ঘটনাটি ঘটে বাঁকুড়ার সোনামুখী থানা পুলিশ ক্যাম্পে। নদী থেকে বালি চুরি করে পাচার করতে দিতে হবে এই দাবিতে সোনামুখী থানা পুলিশ ক্যাম্পে হামলা চলে। এই ঘটনায় তিন পুলিশ কর্মী জখম হন। পুলিশ জানিয়েছে, সোনামুখী থানার উত্তর বেসিয়া এলাকার নদীর ওপারে নদীঘাট থেকে দীর্ঘদিন ধরে বালি পাচারের কাজ চলছিল। নদীর ওপারে সোনামুখী থানার পুলিশ একটি ক্যাম্প থেকে নজরদারি চালায়। মঙ্গলবার ওই ক্যাম্পে একজন পুলিশ কর্মী ও দু'জন সিভিক মোতায়েন ছিল। ওদিন রাতে নদীগর্ভ থেকে বালি চুরি করে পাচারের চেষ্টা করায় ক্যাম্পে থাকা পুলিশ ও সিভিক ভলান্টিয়ার বাধা দেয়। তখনই পাচারকারীরা পুলিশের উপর পাল্টা হামলা চালায়। এরপর জখম তিন পুলিশ কর্মীকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় সোনামুখী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনাই জড়িত ৭ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতরা হল অজিত সরকার, কিশহরি মল্লিক, রতন সরকার, দীপক মণ্ডল, সীমন্ত বিশ্বাস, রাজেশ দে ও সঞ্জীব সিং। ধৃতরা সকলে সোনামুখী থানার উত্তর বেসিয়া ও রুপসায়েরর বাসিন্দা। বুধবার অভিযুক্তদের বিষ্ণুপুর আদালতে পেশ করা হয়। বিচারক ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিতলা থানার সরলপুরে। পুলিশের উপর মাটি মাফিয়ারা হামলা চালায়। জানা গিয়েছে, রানিতলা থামার সরলপুরে ভৈরব নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। খবর পেয়ে রানিতলা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযোগ, তখন মাটি মাফিয়ারা পাথর ও হাঁসুয়া নিয়ে পুলিশের উপর হামলা চালায়। তারপরেই অভিযুক্তরা পালিয়ে যায়। ঘটনায় এক পুলিশ আধিকারিক ও এক সিভিক ভলান্টিয়ারর জখম হন। পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। ঘটনাস্থল থেকে একটি জেসিবি বাজেয়াপ্ত করা হয়েছে। ভগবানগোলা ব্লক-২ ভূমি দপ্তর রানিতলা থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান অভিযুক্তদের বাড়ি ইসলামপর থানা এলাকায়। জখম সিভিক ভলান্টিয়ার লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাঁকুড়ার পর এবার মুর্শিদাবাদ! ফের আক্রান্ত উর্দিধারী।
  • বাঁকুড়ায় সোনামুখীতে বালি পাচারের বিরোধিতায় করায় ক্যাম্পে ঢুকে পুলিশকে পেটায় দুষ্কৃতীরা।
  • এরপর বুধবার রাতে মাটি পাচার রুখতে গিয়ে আক্রান্ত হয় এক পুলিশ আধিকারিক ও এক সিভিক ভলান্টিয়ার।
Advertisement