shono
Advertisement
Siliguri

পড়ুয়া ভর্তি পুলকারে আগুন শিলিগুড়িতে, বরাতজোরে রক্ষা ১৪ জন ছাত্রের

গাড়ির মালিকের গাফিলতিতে ক্ষুব্ধ পড়ুয়াদের পরিবার।
Published By: Paramita PaulPosted: 04:22 PM Mar 11, 2025Updated: 04:44 PM Mar 11, 2025

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: চলন্ত গাড়িতে আগুন। বরাতজোরে প্রাণে বাঁচল ১৪ জন স্কুল পড়ুয়া। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটে শিলিগুড়ির মাটিগাড়া এলাকায়।

Advertisement

জানা গিয়েছে, শিলিগুড়ির মাটিগাড়ার একটি বেসরকারি স্কুলের ছাত্রদের নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল একটি পুলকার। সেই সময় দেবীডাঙার কাছে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন ধরে যায়। গাড়িটি সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়। যদিও গাড়িতে থাকা স্কুলছাত্রদের কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। 

ঘটনার কথা শুনে পুলকারে থাকা এক পড়ুয়ার মা ঘটনাস্থলে ছুটে আসে। তাঁর কথায়, "স্কুল বা পুলকারের মালিক আমাদের কিছু যায়নি। আমার বড় ছেলে বাড়ি ফিরে বলে ভাইয়ের গাড়িতে আগুন লেগে গিয়েছে। সেই খবর শুনে ছুটে এসেছি। প্রশাসন এবং স্কুলে বিষয়টি জানাব। আপাতত ছেলেকে সাবধানে নিয়ে বাড়ি ফিরি।" মাটিগাড়ার বেসরকারি স্কুলের ইনচার্জ সুব্রত পালিত বলেন, "গাড়িটি স্কুলের নয়। বেসরকারি সংস্থার গাড়িটি রোজ পড়ুয়াদের বাড়িতে নিয়ে যায়। সমস্ত কাগজপত্র ঠিক আছে। এরপরও কীভাবে বলব ওদেক গাড়িতে ছাত্রদের পাঠাব না?" তাঁর দাবি, এদিন যান্ত্রিক ত্রুটির জেরে দুর্ঘটনাবশত এটি ঘটেছে। যদিও তাঁর মন্তব্যে সন্তুষ্ট নয় পড়ুয়াদের পরিবার। তীব্র আতঙ্কে ভুগছেন তাঁরা। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চলন্ত গাড়িতে আগুন।
  • বরাতজোরে প্রাণে বাঁচল ১৪ জন স্কুল পড়ুয়া।
  • মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটে শিলিগুড়ির মাটিগাড়া এলাকায়।
Advertisement