shono
Advertisement

মামলার পর RTI, এবার পুরুলিয়ার গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ চাইল জেলা বিজেপি

পুরুলিয়া জেলা প্রশাসনিক ভবনে এই আবেদন করা হয়।
Posted: 05:05 PM Jul 26, 2023Updated: 05:22 PM Jul 26, 2023

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: গণনা কেন্দ্রে কারচুপির অভিযাগ তুলে আগেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল পুরুলিয়া জেলা বিজেপি। এবার প্রতিটি জেলা পরিষদ আসনের গণনার সিসিটিভি ফুটেজ চেয়ে পুরুলিয়া জেলা প্রশাসনের কাছে আরটিআই-র মাধ্যমে আবেদন করল জেলা পরিষদ আসনের বিজেপি প্রার্থীরা।

Advertisement

বুধবার দুপুরে পুরুলিয়া জেলা প্রশাসনিক ভবনে এই আবেদন করা হয়। এদিন এই সমগ্র কর্মসূচির নেতৃত্ব দেন বিজেপি জেলা সভাপতি তথা পুরুলিয়া জেলা পরিষদের ২৪ নম্বর আসনের প্রার্থী বিবেক রাঙ্গা। তাঁর দাবি, জেলা প্রশাসনের সহায়তায় তৃণমূল প্রার্থীদের জেতাতে গণনায় কারচুপি করা হয়েছে। তাই সেই কারচুপি জানতেই আরটিআই-র মাধ্যমে গণনাকেন্দ্রের সিসিটিভি ফুটেজ চেয়ে আবেদন করা হল।

[আরও পড়ুন: দক্ষিণে আশা, উত্তরে হতাশা! পঞ্চায়েত ভোটের রিপোর্ট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সিপিএমে]

পুরুলিয়া জেলা পরিষদের ৪৫টি আসনের মধ্যে ৪২টি আসন তৃণমূল জয়ী হয়। দু’টি বিজেপি ও একটি আসনে নির্দল প্রার্থী জয়ী হন। তাই ফল ঘোষণা পর থেকেই গননায় কারচুপি অভিযোগ তুলে সরব হয়েছিলো বিজেপি। তবে এই অভিযোগ মানতে চায়নি পুরুলিয়া জেলা প্রশাসন। পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, ” গো-হারা হেরে উন্মাদের মতো আচরণ করছে পুরুলিয়া জেলা বিজেপি। সাধারণ মানুষের রায় মাথা পেতে নিতে পারছেন না।”

[আরও পড়ুন: Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটে ধাক্কা, পশ্চিমবঙ্গে স্ট্র্যাটেজি বদলাচ্ছে বিজেপি ও আরএসএস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement