shono
Advertisement

দাবদাহ থেকে বাঁচতে পুরুলিয়ায় তৃণমূল প্রার্থীর টোটকা শুধুই মিষ্টি পান

গরমে মিষ্টি পানই ভোট প্রচারের এনার্জি৷ The post দাবদাহ থেকে বাঁচতে পুরুলিয়ায় তৃণমূল প্রার্থীর টোটকা শুধুই মিষ্টি পান appeared first on Sangbad Pratidin.
Posted: 07:54 PM Apr 21, 2018Updated: 08:09 PM Apr 21, 2018

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ভোটের দিনক্ষণ এখনও জানাতে পারেনি কমিশন৷ মামলার গেরোয় আপাতত থমকে নির্বাচন প্রক্রিয়া৷ তারপর প্রকৃতির খামখেয়ালি৷ মাঝেমধ্যে কালবৈশাখী হলে কী হবে? রুখাশুখা পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা যে এখন চল্লিশ ছুইছুঁই৷ তা বলে কি ভোটের বাজারে প্রার্থীকে তো আর ঘরবন্দি হয়ে থাকলে চলে না! তাই দুপুরটুকু বাদ দিয়ে সকাল-বিকেল এমনকি সন্ধ্যা পর্যন্ত চলছে প্রচার৷

Advertisement

গরমে হাঁসফাস করলেও প্রচারে খামতি নেই প্রার্থীদের৷ তাই এই দাবদাহে পুরুলিয়া জেলা পরিষদের কুড়ি নম্বর আসনে তৃণমূল প্রার্থী হেমন্ত রজকের গরম থেকে বাঁচার টোটকা সারাদিনে ২৪টা মিষ্টি পান৷ প্রচারে এই তীব্র গরমে কোথাও খাবার এমনকি জল না পেলেও গাড়িতে থাকা মিষ্টি পানই তাঁর তৃষ্ণা মিটিয়ে দেয়৷ পায় না খিদেও৷ ওই ২৪টা মিষ্টি পান নিয়েই সারাদিন কাটিয়ে দিতে পারেন তিনি৷ গালের ডান দিকে পান রেখে তিনি নিজেই জানালেন, এই মিষ্টি পান খাবার এমনকি পানীয় জলের তৃষ্ণাও মিটিয়ে দেয়৷ পান থাকলে আর কিছু লাগবে না৷ তাই ওই পান মুখে দিয়েই সারাদিনে একের পর এক গ্রামে দেওয়াল লেখা থেকে কর্মী বৈঠক এমনকি বাড়ি-বাড়ি প্রচারও করে দিচ্ছেন৷ এই গরমে মিষ্টি পানই তাঁর ভোট প্রচারের এনার্জি৷

তবে এই ভোট বা গরম বলে নয়৷ বরাবরই মিষ্টি পান খেতে ভালবাসেন এই তৃণমূল নেতা৷ এমনকি খাওয়াতেও৷ তাই দলের কর্মীদের রসিকতা করে বলেন, ‘মুখ মিঠা করলে ভাই৷’ পান মুখে একগাল হাসিতে ভোট প্রচারে যেন সবার হৃদয় জিতে নিচ্ছেন রাষ্ট্রপতি পুরষ্কার পাওয়া তৃণমূলের এই শিক্ষক প্রার্থী৷ এই আসনটি এবার তফসিলি জাতির জন্য সংরক্ষিত হওয়ায় এই শিক্ষককে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়া করিয়ে দল তাঁকে প্রার্থী করে৷ তাছাড়া এই আসনে লড়াই বেশ কঠিন৷ একদিকে দলের গোষ্ঠী কলহ, অন্যদিকে এই এলাকায় সেভাবে কাজ না হওয়ায় ক্ষোভ৷ সেই সঙ্গে এই এলাকায় বিজেপির বাড়বাড়ন্ত৷ তাই এই আসনে দল এই শিক্ষক প্রার্থীকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন৷ পুকুরগড়িয়া বিভূতিলাল বিদ্যাপীঠের এই শিক্ষক তাই এখন ভীষণ ব্যস্ত৷ ভোর চারটেয় ঘুম থেকে উঠে পাঁচটার মধ্যে রেডি হয়ে কোনদিন চা-রুটি বা কোনদিন রুটি-গুড় খেয়ে বের হয়ে যাচ্ছেন৷  গাড়িতে থাকছে তুলি-রঙ, ঝান্ডা৷ সেই সঙ্গে কর্মী সঞ্জয় মাহাতোর কাছে বারো জোড়া মিষ্টি পান৷ তাঁর কথায়, ‘‘দাদার পান না হলে চলবে না৷ তাই এটা আমি সকালেই রেডি করে রাখি৷’’ হেমন্তবাবু বরাবর ভোরে উঠলেও ভোটের জন্য তাঁর রুটিন তিনি খানিকটা বদলে ফেলেছেন৷ তবে, ২৪টি মিষ্টি পানটা দৈনন্দিন রুটিন থেকে বাদ যায়নি৷ মুখে পান রেখে চক্কর কাটছেন তাঁর গোটা এলাকা৷

ছবি- অমিত সিং দেও

The post দাবদাহ থেকে বাঁচতে পুরুলিয়ায় তৃণমূল প্রার্থীর টোটকা শুধুই মিষ্টি পান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement