সঞ্জিত ঘোষ, নদিয়া: প্রাণের ঝুঁকি নিয়ে ডাকাত ধরেছিলেন। মিলল সাহসিকতার স্বীকৃতি। পুলিশ দিবসে পুরস্কৃত রানাঘাটের এএসআই রতনকুমার রায়কে। সংবর্ধনাও দেওয়া হয় তাঁকে। ‘অনুপ্রেরণা পেলাম’, সংবর্ধনার পর বললেন ওই ‘হিরো’ এএসআই।
Advertisement
চেহারা তাঁর ভারির দিকে। ওজন ১০০-র বেশি। যা নিয়ে মাঝেমধ্যেই বন্ধু মহলে কটাক্ষের মুখে পড়তে হত রতনকুমার রায়কে। কিন্তু মনের সাহস আর কাজ করতে চাওয়ার ইচ্ছেটাই যে শেষ কথা, চেহারা যে কোনও প্রতিবন্ধকতা নয় তা মঙ্গলবার বিকেলে প্রমাণ করে দিয়েছেন রতনবাবু। পুলিশি রিভলবার নিয়েই ছুটে গিয়েছিলেন দুষ্কৃতীদের ধরতে। তাঁর সাহসিকতাতেই উদ্ধার হয়েছে প্রচুর সোনা-গয়না।
[আরও পড়ুন: ভারতে শিকড় আল কায়দা, তালিবানের! চার রাজ্যে NIA অভিযান]
এত বড় সাফল্যের পর রতন রায় তাঁর বাবার আশীর্বাদ এবং রানাঘাট থানার আইসি সঞ্জীব সেনাপতির কথা তুলে ধরেন। তিনি বলেন, একটা কথাই মাথা ঘুরছিল। পুলিশের সম্মান বাঁচাতে হবে। যেভাবেই হোক মান রাখতে হবে। এএসআইয়ের দাবি, নিজের জীবনের ঝুঁকি নিয়ে সব পুলিশের এধরনের কাজে এগিয়ে আসা প্রয়োজন। আর সেই সাহসিকতার জন্য পুরস্কৃত এএসআই।
দেখুন ভিডিও: