shono
Advertisement
Purulia

হাত ফসকে পালাল জিনাত-সঙ্গী! পুরুলিয়ার জঙ্গলে আপাতত বন্ধ 'বাঘবন্দি খেলা'

রবিবার বিকেলে আচমকাই অভিযানকারী দলের মুখে পড়ে রয়্যাল বেঙ্গল টাইগারটি। তারপরই হুঙ্কার দিয়ে জঙ্গলে গা ঢাকা দিয়েছে সে।
Published By: Sucheta SenguptaPosted: 06:32 PM Jan 19, 2025Updated: 06:37 PM Jan 19, 2025

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: সপ্তাহভর শত চেষ্টা, কৌশল বদল, সাঁড়াশি অভিযান - এত কিছুর পরও হাত ফসকে পালিয়ে গেল জিনাতের সঙ্গী! রবিবার বিকেল নাগাদ অভিযানকারী দলের মুখোমুখি পড়ে গিয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগারটি। মানুষ দেখে তীব্র হুঙ্কার দিয়ে জঙ্গলে গা ঢাকা দেয় সে। জঙ্গলে আপাতত বন্ধ 'বাঘবন্দি খেলা'। ঝাড়খণ্ড সীমানার কাছে পুুরুলিয়ার বান্দোয়ানের কাঁটাপাহাড়-ঘাঁটিহুলি জঙ্গলে এখন আলোচনা চলছে পরবর্তী পদক্ষেপ নিয়ে।

Advertisement

বান্দোয়ানের কাঁটাপাহাড়-ঘাঁটিহুলি জঙ্গলে বনকর্মীরা। ছবি: অমিতলাল সিং দেও

সিমলিপালের বাঘিনীর জিনাতের টানে ঝাড়খণ্ড পেরিয়ে এরাজ্যে ঢুকে পড়া রয়্যাল বেঙ্গল টাইগারটিকে ফাঁদে ফেলতে সপ্তাহভর নাকানিচোবানি খেতে হয়েছে বনবিভাগের কর্মী, আধিকারিকরা। কখনও ছাগল, কখনও গবাদি পশু, কখনও বাঘিনীর মূত্র মেশানো টোপ - কোনও কিছুতেই বনদপ্তরের পেতে রাখা জালে পা দেয়নি রয়্যাল বেঙ্গল টাইগার। তবে বারকয়েক দক্ষিণরায়কে দেখা গিয়েছে। বান্দোয়ান এলাকার মানুষজন কখনও সন্ধ্যা, কখনও রাতের আঁধারে ব্যাঘ্র-দর্শন হয়েছে। মিলেছে পায়ের ছাপও। ফলে এলাকায় বাঘের উপস্থিতি নিয়ে সংশয় ছিল না কোনও। সেইমতো বিভিন্ন উপায়ে তাকে ধরার চেষ্টা হয়েছে। এই দলে রয়েছেন সুন্দরবনের ব্যাঘ্র বিশেষজ্ঞরাও।

এভাবেই চলছি লুকোচুরি খেলা। কিন্তু রবিবার বিকেলে আচমকাই অভিযানকারী দলের মুখে পড়ে যায় রয়্যাল বেঙ্গল টাইগারটি। এত মানুষ দেখে সে ক্রুদ্ধ হয়ে ওঠে। গর্জন করতে থাকে। তারপরই মুহূর্তের মধ্যে জঙ্গলে গা ঢাকা দেয়। হতোদ্যম হয়ে জঙ্গলেই বসে পড়েন অভিযানকারী দলের সদস্যরা। সিদ্ধান্ত নেওয়া হয়, আপাতত 'বাঘবন্দি' অভিযান বন্ধ থাকবে। পরে আলোচনার মাধ্যমে পরবর্তী কৌশল স্থির হবে। তবে আশঙ্কা থাকছে, এত মানুষ দেখে বাঘ যদি ভিতরে ভিতরে হিংস্র হয়ে উঠে হামলা চালায়, তবে বড়সড় সমস্যা হতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বনকর্মীদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে হাত ফসকে পালাল জিনাত-সঙ্গী!
  • অভিযানকারী দলের সামনে পড়ে হুঙ্কার ছেড়ে জঙ্গলে গা ঢাকা দেয় রয়্যাল বেঙ্গল টাইগার।
  • ঝাড়খণ্ড সীমানার কাছে পুুরুলিয়ার বান্দোয়ানের কাঁটাপাহাড়-ঘাঁটিহুলি জঙ্গলে আপতত বন্ধ অভিযান।
Advertisement