shono
Advertisement
Santipur

রোগীর বাবাকে দিয়ে বমি পরিষ্কার, শোকজ শান্তিপুর হাসপাতালের ডাক্তার

৭২ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ।
Published By: Tiyasha SarkarPosted: 04:27 PM Feb 15, 2025Updated: 04:27 PM Feb 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শান্তিপুর হাসপাতালে রোগীর বাবাকে দিয়ে বমি পরিষ্কার করানোর ঘটনায় আরও কড়া পদক্ষেপ স্বাস্থ্যদপ্তরের। এবার অভিযুক্ত চিকিৎসক তন্ময় সরকারকে শোকজ করা হল। ৭২ ঘণ্টার মধ্যে তিন সদস্যের কমিটির কাছে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।

Advertisement

ঘটনা ঠিক কী? গত শুক্রবার শান্তিপুর হরিপুর মেলের মাঠ এলাকার বাসিন্দা সমীর শীলের পাঁচ বছরের শিশুকন্যা জ্বর ও বমির সমস্যায় ভুগছিল। মেয়েকে নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যান। জরুরি বিভাগে সেসময় কর্মরত ছিলেন চিকিৎসক তন্ময় সরকার। শিশুর শারীরিক পরীক্ষার সময় সে জরুরি বিভাগের দরজার কাছে বমি করে দেয়। অভিযোগ, শিশুকন্যার বাবাকে দিয়ে বমি পরিষ্কার করান জরুরি বিভাগে কর্তব্যরত ওই চিকিৎসক। সমীরবাবু প্রথমে প্রতিবাদ করলেও চিকিৎসক তাঁকে পরিষ্কার করতে কার্যত বাধ্য করেন। হাসপাতালে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে চিকিৎসককে বলতে শোনা যাচ্ছে, "বাসে-ট্রেনে মেয়ে গায়ে বমি করলে কি পরিষ্কার করতেন না?" যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

ওই ঘটনাকে কেন্দ্র করে তুমুল আলোচনা শুরু হয়েছে। আগেই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপার ও সিএমওএইচের কাছ থেকে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্যভবন। গঠন করা হয়েছে তিনসদস্যের কমিটি। এবার অভিযুক্ত চিকিৎসককে শোকজ করল স্বাস্থ্যদপ্তর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শান্তিপুর হাসপাতালে রোগীর বাবাকে দিয়ে বমি পরিষ্কার করানোর ঘটনায় কড়া পদক্ষেপ স্বাস্থ্যদপ্তরের।
  • অভিযুক্ত চিকিৎসক তন্ময় সরকারকে শোকজ করা হয়েছে।
  • ৭২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট কমিটির কাছে রিপোর্ট জমা দিতে হবে তাঁকে।
Advertisement