শংকর কুমার রায়, রায়গঞ্জ: উত্তর দিনাজপুরের একাধিক এলাকায় নতুন করে ছড়িয়েছে স্ক্রাব টাইফাস আতঙ্ক। ডেঙ্গু আর ম্যালেরিয়ার মাঝেই এই রোগে আক্রান্ত হচ্ছেন একের পর এক মানুষ। আর তাতেই বাড়ছে উদ্বেগ। যদিও চিকিৎসকরা আশ্বস্ত করে বলছেন, চিন্তার কোনও কারণ নেই। শুধু মানতে হবে বিশেষজ্ঞদের পরামর্শ।
জেলা স্বাস্থ্যদপ্তরের তরফে জানা গিয়েছে, এক মাসের মধ্যে রায়গঞ্জ ও ইসলামপুর মহকুমা মিলিয়ে ২৬ জনেরও বেশি স্ক্রাব টাইফাসে (Scrub Typhus) আক্রান্ত হয়েছেন। হাসপাতালেও ভরতি হতে হয়েছে অনেককেই। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় অবশ্য জানাচ্ছেন, এই রোগ নিয়ে অযথা উদ্বেগের কোনও কারণ নেই। কারণ কয়েকটি পরীক্ষা করলেই এই রোগ চিহ্নিত করা যায়। এর নির্দিষ্ট চিকিৎসাও আছে।
[আরও পড়ুন: দিল্লি হিংসায় উসকানি দেওয়ার অভিযোগে বিদ্ধ কপিল মিশ্রকে বড় পদ দিল বিজেপি, তুঙ্গে বিতর্ক]
স্ক্রাব টাইফাস রোগের উপসর্গ কী? ডা. বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ডেঙ্গু, ম্যালেরিয়ার মতোই এক্ষেত্রেও জ্বর হয়। গায়ে অতিরিক্ত ব্যথা অনুভূত হয়। পাশাপাশি শরীরের যে অংশে পোকা কামড়ায়, সেখানে একটা দাগ হয়ে যায়। তাই চিকিৎসকরা বলছেন, জ্বর হলে নিজেরা চিকিৎসা না করে ডাক্তারের পরামর্শ নিন। সঠিক চিকিৎসা পেলেই রোগী সুস্থ হয়ে উঠবেন।
ডা. বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় আরও জানান, একপ্রকার পোকা থেকে এই রোগ ছড়ায়। এমননিতে কোনও নির্দিষ্ট মরশুমে যে এই রোগ হয়, তেমনটা নয়। তবে বর্ষাকালে পোকার সংখ্য়া বৃদ্ধি পাওয়ায় স্ক্রাব টাইফাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বাড়ে। রায়গঞ্জের যে সব পরিবারের সদস্যরা এই রোগে আক্রান্ত, তাঁদের আতঙ্ক কাটছে না। কিন্তু চিকিৎসকরা অযথা দুশ্চিন্তা না করার পরামর্শই দিচ্ছেন।
