বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: পুজোতে কন্যা সন্তানের জামা কেনার জন্য বাবার কাছে টাকা চেয়েছিল রাধেশ্যাম দেবনাথ৷ বাবা দিতে রাজি হননি৷ পরিনামে বাবাকে গলা টিপে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে৷ অষ্টমীর সন্ধ্যায় এমনই ঘটনার সাক্ষী থাকল নদিয়ার নবদ্বীপ থানার অন্তর্গত মাজদিয়া-পানশিলা গ্রাম৷ ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
[নবমীর বিকেলে গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র দিনহাটা, গুরুতর জখম দুই তৃণমূল কর্মী]
জানা গিয়েছে, মৃতের নাম নারায়ণ দেবনাথ, বয়স ৮৫৷ তাঁর তিন ছেলের মধ্যে রাধেশ্যাম দেবনাথ সবচেয়ে ছোট। সে রাজমিস্ত্রির যোগাড়ের কাজ করে। স্থানীয় সূত্রে খবর, মহাষ্টমীর সন্ধ্যায় রাধেশ্যাম তার তিন বছরের মেয়ের জামা কেনার জন্য বাবার কাছে কিছু টাকা দাবি করে৷ যা দিতে রাজি হননি নারায়ণবাবু৷ এই নিয়েই ছেলে-বাবার মধ্যে প্রবল গণ্ডগোলের সূত্রপাত হয়৷ একটা সময় পর পরিস্থিতি হাতের বাইরে চলে যায়৷ নারায়ণবাবুর গলা টিপে ধরে ছোট ছেলে রাধেশ্যাম এবং শ্বাসরোধ করে খুন করে তাঁকে। অভিযোগ এমনই। নারায়ণবাবুর চিৎকারে শুনে ছুটে আসেন বাড়ির অন্যান্য সদস্যরা৷ কোনওক্রমে উদ্ধার করে তাঁকে স্থানীয় বিষ্ণুপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই নারায়ণ বাবুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷
[নবমী পুজোর আগে গঙ্গাস্নানে গিয়ে তলিয়ে গেলেন যুবক]
এরপরেই রাধেশ্যামের বিরুদ্ধে নবদ্বীপ থানার অভিযোগ দায়ের হয়৷ মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে তোলা হয় কৃষ্ণনগর জেলা আদালতে৷ আবেদন করলেও তাকে জামিন দেননি বিচারক৷ এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্তের কঠোর শাস্তি দেওয়া হবে৷
The post নাতনির জামা কেনার টাকা দেননি, ছেলের হাতে খুন বৃদ্ধ appeared first on Sangbad Pratidin.
