shono
Advertisement

ছাত্র সংসদের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, উত্তপ্ত জলপাইগুড়ি মহিলা কলেজ

দেখুন ভিডিও৷ The post ছাত্র সংসদের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, উত্তপ্ত জলপাইগুড়ি মহিলা কলেজ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:07 PM Aug 09, 2018Updated: 09:32 PM Aug 09, 2018

শান্তনু কর, জলপাইগুড়ি:  ফের অশান্ত শিক্ষাঙ্গন৷ ছাত্র সংসদের দখল  নিয়ে  কলেজে-কলেজে অশান্তির বিরাম নেই৷ এবার সেই তালিকায় নাম উঠল জলপাইগুড়ির প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ের৷ পড়ুয়াদের সংঘর্ষে তুমুল উত্তেজনা ছড়াল কলেজ চত্বরে৷ পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে কলেজে পুলিশ ডাকতে হয়৷ সংঘর্ষে জখম বেশ কয়েকজন৷   

Advertisement

[দিলীপের পর নিজের জেলায় আক্রান্ত সুজন, ইট-বোমা ছোঁড়ার অভিযোগ]

এখনও ভোট হয়নি ৷ জলপাইগুড়ি মহিলা কলেজের  ছাত্র সংসদের পরিচালনা করছেন প্রাক্তন ছাত্রীরা৷  বৃহস্পতিবার সকালে কলেজে যখন প্রথম বর্ষের ছাত্রীরা কলেজে ঢুকছিলেন, তখন ছাত্র সংসদের সদস্যারা  মোবাইল কেড়ে নেন বলে অভিযোগ৷  এই নিয়েই অশান্তির সূত্রপাত৷ প্রথম বর্ষের ছাত্রীদের অভিযোগ,  বাধা দিতে গেলে ছাত্র সংসদের সদস্যরা ঝামেলা শুরু করেন৷ দুপক্ষের মধ্যে প্রথমে বচসা, তারপর শুরু হয় হাতাহাতি৷ কলেজের বাইরে জড়ো হন প্রথম বর্ষের ছাত্রীরা৷ যাঁরা মোবাইল কেড়ে নিয়েছিলেন বলে অভিযোগ, তাঁদের কলেজের গেটের সামনে আটকে দেওয়া হয়৷ ফের শুরু হয়ে যায় হাতাহাতি৷ রীতিমতো চুলের মুঠি ধরে চলে মারধর৷  ছাত্র সংসদের সাধারণ সম্পাদক অনিপ্রা ঘোষকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ৷ দুপক্ষের বেশ কয়েকজন ছাত্রী জখম হয়েছেন৷ এক ছাত্রীর নখও উপড়ে গিয়েছে৷ কারও কারও আবার মাথায় চোট লেগেছে৷ আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে প্রত্যেককেই৷ তবে কলেজে কেন প্রাক্তন ও নবীন ছাত্রীদের মধ্যে সংঘর্ষ হল, সে বিষয়ে কিছুই জানেন না হলেই জানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাশ্বতী দাস৷

[ঝাড়খণ্ড থেকে জঙ্গলমহলে মাওবাদী আনছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর]

মারধরের খবর মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পরে আশেপাশে৷ খবর পৌঁছায় জলপাইগুড়ি থানার পুলিশের কাছেও৷ সেই খবর পেয়েই তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ৷ পুলিশের উপস্থিতিতেও চলে মারপিট৷ কিছুক্ষণের মধ্যেই যদিও পরিস্থিতি স্বাভাবিক হয়৷ যে কোনরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কলেজে অতিরিক্ত পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে৷ এই ঘটনায় দুপক্ষের তরফেই থানায় অভিযোগ করা হয়েছে৷ তবে এখনও কেউই গ্রেপ্তার করা হয়নি৷

[ডাকঘরের ২০০ আমানতকারীর কোটি টাকা হাতিয়ে উধাও পোস্টমাস্টার]

The post ছাত্র সংসদের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, উত্তপ্ত জলপাইগুড়ি মহিলা কলেজ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement